Wednesday, August 20, 2025

দুরন্ত পারফরমেন্সে আইসিসি টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১৪ ধাপ উন্নতি যশস্বীর

Date:

Share post:

দারুণ ফর্মে আছেন ভারতের তরুণ বাঁ হাতি ওপেনার যশস্বী জয়সওয়াল। বিশাখাপত্তনমে ডাবল সেঞ্চুরি, এরপর রাজকোটেও। একের পর এক অনবদ্য ইনিংস খেলছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ এগিয়ে রয়েছে ভারত। হায়দরাবাদ টেস্টে হার দিয়ে সিরিজ শুরু হয়েছিল ভারতের। সেই ম্যাচেও বিধ্বংসী ইনিংস খেলেছিলেন যশস্বী। গত দুই টেস্টে যশস্বী ডাবল সেঞ্চুরি করেছেন, দলও জিতেছে। এ বার আইসিসি ক্রমতালিকাতেও এক ধাক্কায় অনেকটাই ওপরে উঠে এলেন যশস্বী।

রাজকোটে ৪৩৪ রানের বিশাল ব্যবধানে জিতেছে ভারত। রানের নিরিখে এটিই ভারতের সবচেয়ে বড়। দ্বিতীয় ইনিংসে ডাবল সেঞ্চুরি যশস্বীর। আইসিসি টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১৪ ধাপ উন্নতি হয়েছে বাঁ হাতি ওপেনার যশস্বী জয়সওয়ালের। ক্রমতালিকায় ১৫ নম্বরে রয়েছেন তিনি। ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম ১৫-তে ভারতীয় ব্যাটারদের মধ্যে রয়েছেন বিরাট কোহলি (সপ্তম), রোহিত শর্মা (দ্বাদশ), ঋষভ পন্থ (১৪) এবং যশস্বী জয়সওয়াল (১৫)। শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পাওয়া যায়নি বিরাট কোহলিকে। ভারতীয় ব্যাটারদের মধ্যে প্রথম দশে রয়েছেন একমাত্র বিরাট কোহলিই। বোলারদের ক্রম তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের পেসার যশপ্রীত বুমরা। তবে তাঁকে চ্যালেঞ্জ জানাচ্ছেন সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন। রাঁচি টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে বুমরাকে। র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা অশ্বিনের (৮৩৯) কাছে সুযোগ রয়েছে বুমরার (৮৭৬) সঙ্গে দূরত্ব কিছুটা কমিয়ে নেওয়া। বোলারদের মধ্যে প্রথম দশে রয়েছেন ভারতের আর এক স্পিনার রবীন্দ্র জাডেজা। তিন ধাপ উঠে ষষ্ঠ স্থানে জাডেজা।

 

 

spot_img

Related articles

বার্ষিক আয়-ব্যয়ের হিসেব মেলেনি! ২৩ পুরসভার বিরুদ্ধে কড়া রাজ্য

বার্ষিক আয়-ব্যয়ের হিসেব জমা না দেওয়ায় রাজ্যের ২৩ পুরসভার বিরুদ্ধে রাজ্য সরকার (State Government) কঠোর অবস্থান নিচ্ছে। পুর...

কীসের আক্রোশ গুজরাটের যুবকের? কেন মারলেন দিল্লির মুখ্যমন্ত্রীকে চড়

পশুপ্রেমী রাজেশ বেশ কিছুদিন ধরেই মানসিকভাবে অস্থির ছিলেন। গুজরাটের রাজকোট থেকে সোজা চলে আসেন দিল্লি। এরপরই বুধবার সকালে...

জলমগ্ন মুম্বই, প্রবল বৃষ্টিতে ডুবল অমিতাভের বাংলো!

বৃষ্টি বিপর্যস্ত মুম্বইতে (Rain Disaster in Mumbai) বিপর্যস্ত জনজীবন। রাস্তাঘাট - বাজার হাট থেকে রেল ট্র্যাকের একটা বড়...

মেট্রো টানেলে জল, অফিস টাইমে ব্যাহত পরিষেবা 

মেট্রো টানেলে জল জমে থাকায় বুধের সকালে অফিস টাইমে বন্ধ পাতালরেল পরিষেবা। চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। যতীন দাস পার্ক...