Sunday, November 9, 2025

দুরন্ত পারফরমেন্সে আইসিসি টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১৪ ধাপ উন্নতি যশস্বীর

Date:

Share post:

দারুণ ফর্মে আছেন ভারতের তরুণ বাঁ হাতি ওপেনার যশস্বী জয়সওয়াল। বিশাখাপত্তনমে ডাবল সেঞ্চুরি, এরপর রাজকোটেও। একের পর এক অনবদ্য ইনিংস খেলছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ এগিয়ে রয়েছে ভারত। হায়দরাবাদ টেস্টে হার দিয়ে সিরিজ শুরু হয়েছিল ভারতের। সেই ম্যাচেও বিধ্বংসী ইনিংস খেলেছিলেন যশস্বী। গত দুই টেস্টে যশস্বী ডাবল সেঞ্চুরি করেছেন, দলও জিতেছে। এ বার আইসিসি ক্রমতালিকাতেও এক ধাক্কায় অনেকটাই ওপরে উঠে এলেন যশস্বী।

রাজকোটে ৪৩৪ রানের বিশাল ব্যবধানে জিতেছে ভারত। রানের নিরিখে এটিই ভারতের সবচেয়ে বড়। দ্বিতীয় ইনিংসে ডাবল সেঞ্চুরি যশস্বীর। আইসিসি টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১৪ ধাপ উন্নতি হয়েছে বাঁ হাতি ওপেনার যশস্বী জয়সওয়ালের। ক্রমতালিকায় ১৫ নম্বরে রয়েছেন তিনি। ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম ১৫-তে ভারতীয় ব্যাটারদের মধ্যে রয়েছেন বিরাট কোহলি (সপ্তম), রোহিত শর্মা (দ্বাদশ), ঋষভ পন্থ (১৪) এবং যশস্বী জয়সওয়াল (১৫)। শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পাওয়া যায়নি বিরাট কোহলিকে। ভারতীয় ব্যাটারদের মধ্যে প্রথম দশে রয়েছেন একমাত্র বিরাট কোহলিই। বোলারদের ক্রম তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের পেসার যশপ্রীত বুমরা। তবে তাঁকে চ্যালেঞ্জ জানাচ্ছেন সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন। রাঁচি টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে বুমরাকে। র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা অশ্বিনের (৮৩৯) কাছে সুযোগ রয়েছে বুমরার (৮৭৬) সঙ্গে দূরত্ব কিছুটা কমিয়ে নেওয়া। বোলারদের মধ্যে প্রথম দশে রয়েছেন ভারতের আর এক স্পিনার রবীন্দ্র জাডেজা। তিন ধাপ উঠে ষষ্ঠ স্থানে জাডেজা।

 

 

spot_img

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...