Sunday, August 24, 2025

অনন্ত নায়েকের নেতৃত্বে সন্দেশখালিতে ST কমিশনের প্রতিনিধিরা

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে আজ ST কমিশনের প্রতিনিধিরা (Sandeshkhali Update)। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে চেয়ারপার্সন অনন্ত নায়েকের (Ananta Nayek) নেতৃত্বে তিন সদস্যের একটি দল সকাল সাড়ে এগারোটা নাগাদ এলাকায় পৌঁছয়। বাড়ি বাড়ি ঘুরে সেখানকার মানুষের সঙ্গে কথা বলে অভিযোগ খতিয়ে দেখছেন বলেই জানা যাচ্ছে। এর আগে জাতীয় মহিলা কমিশন, SC কমিশনের পর এবার ST কমিশনের প্রতিনিধিরা গেলেন সন্দেশখালিতে। এই প্রসঙ্গে চেয়ারপার্সন অনন্ত নায়েক সংবাদমাধ্যমকে জানান, যে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে মুখ্য সচিব এবং ডিজিপিকে চিঠি দিয়েছেন তাঁরা। বৃহস্পতিবার কেন্দ্রের প্রতিনিধিদলের পরিদর্শনের পর রাষ্ট্রপতি শাসনের আর্জির বিষয়টিকে ফটোসেশন বলে কটাক্ষ করে তৃণমূল।

গত কয়েকদিন ধরে কেন্দ্রের তরফে একাধিক প্রতিনিধি দল এবং বিজেপি নেতৃত্ব সন্দেশখালিতে যাচ্ছে। এর আগে জাতীয় এসসি কমিশন রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি করেছিল। যদিও পুলিশ ইতিমধ্যেই উত্তম সর্দার ও শিবু হাজরাকে গ্রেফতার করায় স্বস্তি ফিরেছে সন্দেশখালি মানুষের মনে। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বুধবার ঘটনাস্থলে পৌঁছে এলাকার মানুষের পাশাপাশি সিভিক পুলিশ এবং লোকাল পুলিশের সঙ্গেও কথা বলেন। অভিযুক্তদের কোনওভাবেই রেয়াত করা হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

সন্দেশখালি পরিদর্শনের পর বৃহস্পতিবার রাষ্ট্রপতি শাসন জারি করার আর্জি জানানোর কথা জানান কেন্দ্রের এসটি কমিশনের প্রতিনিধিদল। যদিও এই ধরনের বক্তব্যকে শুধুই প্রচারের আলোয় থাকার চেষ্টা বলে দাবি তৃণমূলের। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, প্রতিদিন সন্দেশখালি গিয়ে কেন্দ্রের প্রতিনিধিদল গুলি প্রচারের আলোয় থাকতে চায়। এই কমিশনের কোনও ক্ষমতা নেই রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করার, বড় জোর তারা রুলবুকে লিখতে পারে। সেই সঙ্গে তাঁর দাবি, রাজ্যপাল রাষ্ট্রপতির সঙ্গে ছবি তোলার জন্য রাজ্যে বারবার কমিশন আসছে।

spot_img

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...