এগিয়ে থেকেও জামশেদপুর এফসির কাছে ২-১ গোলে হার লাল-হলুদের

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম্যাচের ১৬ মিনিটের মাথায় নিশ্চিত গোল হাতছাড়আ করে জামশেদপুর।

এগিয়ে থেকেও জামশেদপুর এফসির কাছে ২-১ গোলে হারল ইস্টবেঙ্গল এফসি। এদিন অ্যাওয়ে ম্যাচে দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার আক্রমণেও গেলেও গোলের ব্যবধান বাড়াতের পারেনি কুয়াদ্রাতের দল। সেই গোল গুলো এলে ম্যাচের ফলাফল কিছু অন্য হতে পারত। এদিন লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেন নন্দকুমার।

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম্যাচের ১৬ মিনিটের মাথায় নিশ্চিত গোল হাতছাড়আ করে জামশেদপুর। বল নিয়ে এগিয়ে চলেন সেভেরিও। বক্সের ঠিক বাইরে থেকে দূরপাল্লার শট। কিন্তু বাঁচিয়ে দেন ইস্টবেঙ্গল গোলরক্ষক গিল।। নিশ্চিত গোল হাতছাড়া হয় জামশেদপুরের। এরপরই পাল্টা আক্রমণ চালায় লাল-হলুদ। যার ফলে ম্যাচের ৪৫ মিনিটে গোলের দরজা খোলে কার্লোস কুয়াদ্রাতের দল। ম্যাচের ৪৫ মিনিটে গোলক্ষককে বোকা বানিয়ে গোল করেন নন্দকুমার। প্রথমার্ধে ১-০ এগিয়ে থাকে ইস্টবেঙ্গল।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ বজায় রাখে কুয়াদ্রাতের দল। একের পর এক আক্রমণ চালায় ইস্টবেঙ্গল। তবে পাল্টা আক্রমণ করতে ভুল করেনি জেমশেদপুর। তবে এরই মধ্যে ম্যাচের ৭৫ মিনিটে বড় সুযোগ হাতছাড়া করে লাল-হলুদ। আরও একটি গোল হয়ে যেতে পারত ইস্টবেঙ্গলের। অল্পের জন্য সেই সুযোগ হাতছাড়া হল বিষ্ণুর। বার পোস্টে লেগে বল ফিরে আসে। এরপর ম্যাচের ৮০ মিনিটে সহজ গোলের সুযোগ নষ্ট করেন মহেশ। এরপরই পাল্টা আক্রমণে ঝাপায় জামশেদপুর। যার ফলে ম্যাচের ৮১ মিনিটে সমতা ফেরায় তারা। ক্রস থেকে হেডে গোল করে সমতা ফেরান রেই। এরপর একের পর এক আক্রমণ চালায় জামশেদপুর। যার ফলে ম্যাচের অতিরিক্ত সময়ে ২-১ গোলে এগিয়ে যায় জামশেদপুর। ফ্রি-কিক থেকে গোল করেন মানজোরো।

আরও পড়ুন- ধ.ষর্ণের অভিযোগে জে.ল আলভেজের, বড় শা.স্তির মুখে ব্রাজিলের তারকা ফুটবলার