Thursday, December 25, 2025

বোর্ডের নির্দেশ অমান্য, ঈশান কিষাণ, শ্রেয়সকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই : সুত্র

Date:

Share post:

ঈশান কিষাণ, শ্রেয়স আইয়রকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সুত্রের খবর, বারবার তাদের বলা হচ্ছে রঞ্জিট্রফির ম্যাচ খেলতে, তবে বোর্ডের নির্দেশে কর্ণপাত করছেন না ভারতের এই দুই ক্রিকেটার। আর তাই ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়রকে নিয়ে চরম সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই। সুত্রের খবর, ঈশান এবং শ্রেয়স দুই তারকাকেই কেন্দ্রীয় চুক্তি তালিকা থেকে বাতিল করার পথে হাঁটছে বোর্ড। এমনটাই বলা হচ্ছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে।

জানা যাচ্ছে, কয়েক দিনের মধ্যেই বোর্ডের তরফে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা জানিয়ে দেওয়া হবে। অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি নাকি ইতিমধ্যেই নামের তালিকা চূড়ান্ত করে ফেলেছেন। আর সেই তালিকায় নাকি নাম নেই ঈশান-শ্রেয়সের। গত সিজনে শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষাণকে যথাক্রমে বোর্ডের বি এবং সি ক্যাটাগরিতে রাখা হয়েছিল।

টিম ম্যানেজমেন্টের তরফে বারবার বলা হয়েছে ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়ার কথা। বোর্ডের সচিব জয় শাহ শীর্ষস্থানীয় সমস্ত ক্রিকেটারদের ইমেল মারফত জানিয়ে দিয়েছেন, টিম ইন্ডিয়া সেট আপে না থাকলে সমস্ত ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করতেই হবে। চোট এবং রিহ্যাব সংক্রান্ত ইস্যু থাকলে অবশ্য আলাদা কথা। তবে বোর্ডের এই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েছেন ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়র। দক্ষিণ আফ্রিকা সফর থেকে ব্যক্তিগত কারণে দল ছেড়ে দেশে ফিরে এসেছিলেন ঈশান। কোচ রাহুল দ্রাবিড় ঘরোয়া ক্রিকেটে অংশ নেওয়ার কথা জানান তারকাকে। তবে চলতি রঞ্জিতে ঝাড়খণ্ডের হয়ে একটি ম্যাচেও খেলেননি তারকা উইকেটকিপার ব্যাটার। টেকনিক উন্নতি করার কারণ দেখিয়ে ঈশান রয়েছেন বরোদায়। অন্যদিকে, শ্রেয়স আইয়ার আবার পিঠের সমস্যার অজুহাত দিয়েছেন। শ্রেয়স আবার অসামের বিরুদ্ধে মুম্বইয়ের শেষ রঞ্জি ট্রফি লিগের ম্যাচে অনুপস্থিত ছিলেন। শ্রেয়স মুম্বই ক্রিকেট সংস্থাকে জানিয়ে দেন, তাঁর পিঠে সমস্যার কারণে কোয়ার্টার ফাইনালে বরোদার বিপক্ষে খেলতে পারবেন না। এরপরে শ্রেয়স বিপদে পড়ে যান। এনসিএ-র মেডিক্যাল দলের প্রধান নীতিন প্যাটেল সরাসরি মুম্বই ক্রিকেট সংস্থাকে ইমেল-এ লিখে দেন, শ্রেয়সের চোটের কোনও সমস্যা নেই। আর এরপরই ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়ে যায় তাহলে কি আইপিএলে খেলার জন্য নিজেকে বাঁচিয়ে রাখছেন তারকা।

আর এই কারণেই নাকি দুই তরুণ ক্রিকেটারকে নিয়ে বিরক্ত বিসিসিআই। তারা নাকি ঠিক করে নিয়েছে, শ্রেয়স-ঈশানকে আর কেন্দ্রীয় চুক্তিতে রাখা হবে না। নতুন পারফর্মারদের নেওয়া হবে। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ গত সপ্তাহে কেন্দ্রীয় ভাবে চুক্তিবদ্ধ এবং ভারতীয় ‘এ’ ক্রিকেটারদের সতর্ক করে দিয়েছিলেন যে, চলতি রঞ্জিট্রফিতে অংশ না নেওয়াটা সহ্য করা হবে না এবং প্রধান নির্বাচক অজিত আগরকারকে ‘এ বিষয়ে ফ্রি হ্যান্ড’ দেওয়া হবে। এখন দেখার এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন- আকাশের পারফরম্যান্সে উচ্ছ্বসিত লক্ষ্মী, কী বললেন তিনি?

spot_img

Related articles

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...

সাহিত্য অকাদেমিতেও ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা বিজেপির! দমদম বইমেলার মঞ্চে সুর চড়ালেন ব্রাত্য

রাজনীতি থেকে সাহিত্য; সর্বত্র নিজেদের আধিপত্য কায়েম করতে চাইছে বিজেপি। বৃহস্পতিবার দমদম বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ ভাবেই গেরুয়া...

কোথায় পুলিশ: অসমে খ্রিস্টান স্কুলে হামলায় সরব সংগঠন, মোদিকে প্রশ্ন তৃণমূলের

বিজেপি শাসিত ওড়িশা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশের পর এবার অসম। উগ্রহিন্দুত্ববাদীদের হামলার শিকার খ্রিস্টান (Christian) সম্প্রদায়ের মানুষ। বজরং দলের...