ছবি, কন্ঠস্বর বানানো! সন্দেশখালিতে ‘খালিস্তানি’ বিতর্কে মিথ্যাচার শুভেন্দুর

সন্দেশখালি নিয়ে নালিশ জানাতে আজ, শনিবার দিল্লিতে অমিত শাহ ও জে পি নাড্ডার সঙ্গে বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

এদিকে দিল্লি উড়ে যাওয়ার আগে বিমান বন্দরে দাঁড়িয়ে ডাহা মিথ্যা কথা বলে গেলেন শুভেন্দু। শিখ পুলিশ অফিসারকে খালিস্তানি মন্তব্য করা প্রসঙ্গে শুভেন্দু বলেন, “আমার ওই কমিউনিটিকে প্রণাম। আমার সম্পর্কে ওই কমিউনিটির কোন বিষয় নেই। যদি কোন ছবি দেখান ওই আইপিএস অফিসারের সামনে দাঁড়িয়ে আমি ওই কথা বলেছি। যা বলবেন স্বীকার করে নেব। ওটা ম্যানুফ্যাকচারড পিকচার ভয়েস। ওটার সঙ্গে আমার বা আমার দলের কোনও সম্পর্ক নেই। এটা করে মুসলিমদেরও ভয় দেখায় এনআরসির ভয় দেখায়।”