২৬ ফেব্রুয়ারি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিলবে ১০০ দিনের কাজের টাকা

ধাপে ধাপে ১ মার্চের মধ্যে মজুরির টাকা ঢুকে যাবে

রাজ্য সরকারের তরফ থেকে ২৬ ফেব্রুয়ারি থেকে ১০০ দিনের কাজের টাকা দেওয়া শুরু হবে। আগামী ১ মার্চ পর্যন্ত টাকা দেওয়ার কাজ চলবে। শুক্রবার সব জেলাশাসককে একথা জানিয়ে দিয়েছেন মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা। নবান্ন থেকে ভার্চুয়ালি বৈঠকে তিনি বলেন, ‘‌একই দিনে ১০০ দিনের সব শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে। তবে ধাপে ধাপে ১ মার্চের মধ্যে মজুরির টাকা ঢুকে যাবে।’‌ তা নিয়ে যাতে কোনওরকম বিভ্রান্তির সৃষ্টি না হয়। তার জন্য যথোপযুক্ত প্রচারের নির্দেশও দেন তিনি। কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা দীর্ঘদিন আটকে রেখেছে। রাজ্য সরকার এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেইমতো এদিন ওই টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যসচিব।

এরই পাশাপাশি, গরম পড়তে শুরু করে দিয়েছে। ডেঙ্গি বাড়ার আশঙ্কা রয়েছে। এদিনের বৈঠকে ডেঙ্গি প্রতিরোধে কাজ শুরু করে দেওয়ার নির্দেশও দেন মুখ্যসচিব। ‌ডেঙ্গি নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতার ওপর জোর দেওয়া, নাগরিক সচেতনতা বাড়ানোর নির্দেশ দেন তিনি। সেইসঙ্গে সবুজ সাথী সাইকেলও যাতে সময়ে দিয়ে দেওয়া হয়, সেই বার্তাও দেন মুখ্যসচিব।