ইঞ্জিন থেকে রেলের চালক নেমে যাওয়ার পরও প্রায় ৭০ কিলোমিটার ঝড়ের গতিতে ছুটে চলল মালগাড়ি। ঘটনায় চরম আতঙ্ক ছড়ালো পাঞ্জাবে পাঠানকোট এলাকায়। রেল সূত্রে দাবি, ইঞ্জিনের হ্যান্ড ব্রেক না টেনে নেমে যাওয়ায় এই বিপত্তি ঘটে। প্রায় ১০০ কিমি প্রতি ঘণ্টা বেগে ছুটে চলে চালক বিহীন মালগাড়িটি। যদিও সৌভাগ্যক্রমে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। এই ঘটনা ফের একবার রেলের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলে দিল।

রবিবার সকালে পাঞ্জাবের পাঠানকোটে মালগাড়িটি দাঁড়ানোর কথা ছিল। চালক ইঞ্জিন থেকে নামার সময় হ্যান্ড ব্রেক টানতে ভুলে যান। ঢালু ট্র্যাক বরাবর মালগাড়িটি দ্রুত গতিতে ছুটতে শুরু করে। পাথর বোঝাই মালগাড়ি নিয়ন্ত্রণ ছাড়া ছুটতে শুরু করায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রেলকর্মীদের মধ্যেও। প্রায় ৭০ কিমি চলার পর উচি বস্সি স্টেশনের কাছে কাঠের গুঁড়ি দিয়ে আটকান মালগাড়িটিকে।

ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলে দাবি করেই হাত ধুয়েছে রেল। যদিও নিয়ন্ত্রণহীন মালগাড়ি কোনও ট্রেন বা মানুষের ক্ষতি করলে তার দায় কার হতো তা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনায় তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ। এই ঘটনার পিছনে বাস্তবে কোন কারণ ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
