Monday, May 5, 2025

১০ মার্চ ট্রেলার, সিনেমা ভোটে: বিরোধীদের ব্রিগেড সমাবেশ করার চ্যালেঞ্জ জানিয়ে তোপ অভিষেকের

Date:

Share post:

বাংলার প্রতি বঞ্চনা এবং বাংলায় বহিরাগত জমিদারদের অত্যাচারের প্রতিবাদে ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের (TMC) ‘জনগর্জন সভা’। রবিবার, স্যোশাল মিডিয়ায় ঘোষণা করার পরে মহেশতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তোপ দেগে বলেন, ওই দিন ট্রেলার দেখা যাবে। পুরো সিনেমা দেখা যাবে নির্বাচনে। একই সঙ্গে বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, দম থাকলে ১১ তারিখ ব্রিগেডে সমাবেশ করে দেখান।

এদিন স্যোশাল মিডিয়া খেলা হবে- ক্যাপশন লিখে ব্রিগেড চলো-র পোস্টার পোস্ট করেন অভিষেক। সভার মূল বক্তা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, গায়ের জোরে বাংলার ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা দিচ্ছে না কেন্দ্রের মোদি সরকার। মানুষকে ২ বছর লাগাতার পরিশ্রম করিয়ে টাকা আটকে রেখেছে কেন্দ্র। প্রায় দুবছর ধরে টাকা আটকে থাকে না, সেটা দিচ্ছে নাই বলা যায়। তিনি জানান, বাংলার মানুষের জন্য বারবার দিল্লিতে দরবার করেছি। কিন্তু তাও কোনও কাজ হয়নি। ২৬ ফেব্রুয়ারির থেকে ১ মার্চের কেন্দ্রের সাহায্য ছাড়া বাংলার বঞ্চিতদের অ্যাকাউন্টে পাঠাবে রাজ্য সরকার। তাঁর কথায়, “আগামী ১০ মার্চ ব্রিগেড সমাবেশের ঘোষণা করেছি। হাত খুব কম সময় রয়েছে। মাত্র দুই সপ্তাহ। বাংলার মানুষকে কী ভাবে কেন্দ্র বঞ্চিত করছে তা দেখাব।“

অভিষেক (Abhishek Banerjee) বলেন, “আমরা বাংলার মানুষের সঙ্গে বঞ্চনার বিষয়টি সামনে রেখে এই সমাবেশের ডাক দিয়েছি। এর ইস্যুতে কেউ সামিল হতে চাইলে তাঁরা আসতেই পারেন। কিন্তু তৃণমূল কংগ্রেস মানুষকে সংগঠিত করে লড়াই করেছে। তাই এর নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা। এখানে আলাদ করে কাউকে আমরা আহ্বান জানাচ্ছি না। প্রত্যেকেই বাংলার স্বার্থে ব্রিগেডে আসুন।“

লোকসভা নির্বাচনের আগে এই সভা থেকে যে বিরোধীদের কড়া বার্তা দেওয়া হবে, সেটাই বুঝিয়ে দেন অভিষেক। চ্যালেঞ্জ করে তিনি বলেন, বিরোধীদলের দম থাকলে ১১তারিখ ব্রিগেডে সমাবেশ করে দেখাক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, এদিন ব্রিগেডে ট্রেলার দেখা যাবে, পুরো সিনেমা দেখা যাবে নির্বাচনে।



spot_img
spot_img

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...