Thursday, August 21, 2025

সন্দেশখালিকাণ্ডে জিরো টলারেন্স! অজিত মাইতিকে গ্রেফতার পুলিশের

Date:

Share post:

অপরাধীদের কোনওভাবেই রেয়াত নয়! সন্দেশখালিকাণ্ডে (Sandeskhali) আগেই অবস্থান স্পষ্ট করেছে রাজ্য। আর সেই লক্ষ্যেই এবার কোমর বেঁধে ময়দানে রাজ্য পুলিশ (State Police)। রবিবার বেড়মজুর গ্রামে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেওয়া প্রাক্তন অঞ্চল সভাপতি অজিত মাইতিকে (Ajit Maity) উদ্ধার করে আটক করেছিল পুলিশ। দীর্ঘ ৪ ঘণ্টা টালবাহানার পর তাঁকে আটক করা হয়। আর সোমবার সকালে তাঁকে গ্রেফতার (Arrest) করল পুলিশ (Police)।

সোমবার গ্রেফতারির পর অজিতকে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় মিনাখাঁ হাসপাতালে। তারপর ফের তাঁকে আবার থানায় নিয়ে আসা হয়। সোমবারই তাঁকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করাবে পুলিশ। রবিবার বেড়মজুরের একটি হরিনাম সংকীর্তনের আসরে ছিলেন অজিত। ওই এলাকায় তাঁকে দেখা মাত্রই তাড়া করেন গ্রামবাসীদের একাংশ। তাঁদের মধ্যে অধিকাংশই ছিলেন মহিলা। এরপর তাড়া খেয়ে নিকটবর্তী একটি বাড়ির দরজা খোলা পেয়ে সেখানে ঢুকে পড়েন অজিত। ভিতর থেকে দরজা বন্ধ করে দেন। ওই বাড়ির মালিক সেই মুহূর্তে বাইরে ছিলেন। অজিত তাঁকেও বাড়িতে ঢুকতে দিচ্ছিলেন না বলে অভিযোগ। অজিতের এই ঘটনাকে কেন্দ্র করে বেড়মজুরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। ইতিমধ্যে এলাকায় আসে পুলিশ। প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে অন্যের বাড়িতে আটকে থাকার পর অজিতকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। জমি দখল, মারপিট, ভাঙচুর-সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে তাঁর নামে।

তবে রবিবারই সন্দেশখালি গিয়ে মন্ত্রী পার্থ ভৌমিক সাফ জানিয়ে দেন, দল অজিতের পাশে নেই। তাঁর পদও কেড়ে নেওয়া হয়েছে। মন্ত্রী সাফ জানান, ‘‘অন্যায় করলে রাগের বহিঃপ্রকাশ হবেই।’’

 

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...