Friday, November 28, 2025

খেলতে গিয়ে হে.নস্থার শি.কার অভিনেতা বিশ্বনাথের দুই ছেলে! হাত মু.চড়ে দিল প্রতিবেশী, অভিযোগ দায়ের থানায়

Date:

Share post:

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসু। এবার অভিনেতার দুই পুত্রকে হেনস্থার সাক্ষী হতে হল শহর কলকাতায়। অভিনেতা বিশ্বনাথের পুত্রের সঙ্গে অভব্য আচরণ এবং শারীরিক হেনস্থার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। প্রতিবেশীর হুকুম, প্রস্রাব চেটে পরিষ্কার করতে হবে। এমনকি, ছেলেকে নিয়ে হাসপাতালে ছুটতে হয় অভিনেতাকে। কিন্তু কেন এমনটা ঘটল?
বিশ্বনাথ-দেবিকার ছোট ছেলে হিমায়ন বসুর বয়স ৮ বছর, বড় ছেলে বিশ্বায়ন বসু ১৩ বছরের। জানা গিয়েছে, তাঁদের বাড়ির সামনের একটি মাঠে খেলা করছিল দুই শিশু। ছোট ছেলের হঠাৎ বাথরুম যাওয়ার প্রয়োজন পড়লে সে কাছেই একটি ফ্ল্যাটবাড়িতে যায়। নীচে যে ছাদের জল পড়ার নালি রয়েছে, সেখানে টয়লেট করে। তখনই পাশের বাড়ির একজন এসে হিমায়নের হাত মুচড়ে ধরে। এবং বার বার বলতে থাকে প্রস্রাব চাটতে বলে। হুমকি দিতে থাকে। প্রস্রাব চেটে পরিস্কার কর। অভিনেতার বড় ছেলে অনুযোগ করে বলে, কাকু আমি ধুয়ে দেব। তাও ওই ব্যক্তি ছেলের হাত ছাড়েনি। হাত মুচড়ে দেয় ওই ব্যক্তি।

বিশ্বনাথের আরও অভিযোগ, এটাই প্রথম নয়, এর আগেও বহুবার ওই ব্যাক্তি হেনস্থা করেছে তাঁর দুই বালকপুত্রকে। এই ঘটনার পর পাড়ার লোকেরা এগিয়ে এসে প্রতিবাদ করেন। হাত মুচড়ে দেওয়ায় রাত্রি থেকে যন্ত্রণা শুরু হয় হিমায়নের। শেষে বেসরকারি এক হাসপাতালে নিয়ে গিয়ে এক্স রে করানো হলে বোঝা যায়, হাড়ের অবস্থান ঘুরে গিয়েছে। হাতে ব্যান্ডেজ নিয়েই সোমবার পরীক্ষা দিতে যায় হিমায়ন। বিশ্বনাথ বলেন,‘‘গোটা ঘটনাটা কল্পনাতীত। এই ঘটনায় ও স্তব্ধ হয়ে গিয়েছে। আসলে ছোট তো, ভুলতে সময় লাগবে। যদিও সো‌মবার হাতে ব্যান্ডেজ বেঁধেই গিয়েছে পরীক্ষা দিতে।’’ তাই এবার বাধ্য হয়ে পুলিশে অভিযোগ করেছেন তিনি। বিশ্বনাথ জানান, সোমবার সন্ধ্যায় গড়ফা থানায় এফআইআর করেছেন ওই ব্যক্তির বিরুদ্ধে।

আরও পড়ুন- বিজেপির ‘খালিস্তানি’ মন্তব্যে মুখ্যসচিবকে স্মারকলিরি শিখ প্রতিনিধি দলের

 

spot_img

Related articles

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...

বিচারক নিয়োগ নিয়ে PSC-র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে

বিচারক নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র জুডিশিয়াল সার্ভিস (Judicial Service) পরীক্ষার জন্যে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে...

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...