Thursday, November 13, 2025

সিপিএম থেকে শুভেন্দুই তৃণমূলে এনেছিল শাহজাহানকে!ছবি প্রসঙ্গে খোঁচা কুণালের

Date:

Share post:

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পরই নড়েচড়ে বসে কলকাতা হাইকোর্ট। আদালতের তরফে জানানো হয়, সন্দেশখালির শেখ শাহজাহানকে গ্রেফতার করতে কোনও বাধা নেই রাজ্য পুলিশের। এরপর শাসকদল তৃণমূলের তরফে দাবি করা হয় সাত দিনের মধ্যে পুলিশের হাতে গ্রেফতার হবে শাহজাহান।

এদিকে বুধবার তৃণমূলের সেই বক্তব্যকে হাতিয়ার করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, ইতিমধ্যে পুলিশের নিরাপদে হেফাজতে রয়েছেন সন্দেশখালির শেখ শাহজাহান। পাল্টা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষ, “এতই যখন জ্ঞান, তাহলে শুভেন্দুই বলে দিন ঠিক কোথায় রাখা হয়েছে শাহজাহানকে।”

বুধবার শুভেন্দু এক্স হ্যান্ডলে দাবি করেন, “সন্দেশখালির স্কাউন্ড্রেল শেখ শাহজাহান গতকাল রাত ১২টা থেকে মমতার পুলিসের হেফাজতে রয়েছেন। তাকে বারমাজুর – ২ গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে নিয়ে যাওয়া হয়, যখন তিনি প্রভাবশালী মধ্যস্থতাকারীদের মাধ্যমে মমতার পুলিসের সঙ্গে একটি চুক্তিতে সমঝোতা করতে সক্ষম হন যে, পুলিশ এবং বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীন তার যথাযথ যত্ন নেওয়া হবে। কারাগারে থাকাকালীন তাকে ফাইভ স্টার সুবিধা দেওয়া হবে এবং একটি মোবাইল ফোনের অ্যাক্সেস থাকবে, যার মাধ্যমে তিনি কার্যত তোলামুল পার্টিকে নেতৃত্ব দিতে সক্ষম হবেন। এমনকি উডবার্ন ওয়ার্ডের একটি বিছানা তার জন্য প্রস্তুত এবং খালি রাখা হবে যদি তিনি সেখানে কিছু সময় কাটাতে চান।”

এরপরই আসরে নামে তৃণমূল। শুভেন্দুকে মোক্ষম জবাব দিয়ে কুণাল ঘোষ বলেন, “আরে ওর সঙ্গেই তো শাহজাহানের ছবি আছে। যত দিন সিপিএমে ছিল, সিপিএমে ছিল। পরে শুভেন্দুরাই তো ওকে তৃণমূলে এনেছিল। শুভেন্দুদের সঙ্গে দহরম-মহরম। শুভেন্দু এখন বলে দিক ঠিক কোথায় রয়েছে।”

 

 

spot_img

Related articles

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...