Sunday, August 24, 2025

ধরমশালা টেস্টেও অনিশ্চিত রাহুল, চিকিৎসার জন্য পাড়ি বিদেশে

Date:

Share post:

রাঁচি টেস্ট জয়ের সঙ্গে সঙ্গে সিরিজ মুঠোয় ভরে নিয়েছে টিম ইন্ডিয়া। ধরমশালা টেস্ট এখন শুধুই নিয়মরক্ষার। ৩-১ ব্যবধানে সিরিজে এগিয়ে থাকার পরও অবশ্য অস্বস্তিতে রোহিত শর্মা। ভারতীয় শিবির লোকেশ রাহুলকে নিয়ে বেশ চিন্তিত। রাজকোট টেস্টের আগে রাহুল ৯০ শতাংশ ফিট ছিলেন বলে জানিয়েছিল বোর্ড। কিন্তু রাঁচি টেস্টে তিনি খেলতে পারেননি। শোনা যাচ্ছিল ধরমশালায় ফিরবেন রাহুল। এ বার যা পরিস্থিতি তাতে সেটাও সম্ভব নয়। লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছেন রাহুল।
দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে শুধু খেলতে পেরেছিলেন রাহুল। তারপরই তিনি চোট পান। দীর্ঘদিন বেঙ্গালুরুর এনসিএতে রিহ্যাবে ছিলেন। নেটে ব্যাটিং অনুশীলনও করেছেন রাহুল। কিন্তু ম্যাচ ফিট হয়ে উঠতে পারেননি এখনও। এরই মাঝে জানা গিয়েছে চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন রাহুল। বিসিসিআইয়ের তরফে জানা গিয়েছে, ‘মেডিকেল টিম প্রথমে ভেবেছিল রাহুল শেষ তিন টেস্টে খেলতে পারবেন। কিন্তু ও কিছুটা অস্বস্তিতে ছিল। রাহুল নিজেও খানিকটা চিন্তিত ছিলেন। বিশ্বকাপ ও দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে উইকেট কিপিং করার সময় বেশ চাপ সহ্য করতে হয়েছে রাহুলকে। তাঁর একাধিক স্ক্যানও করা হয়েছে। অবশ্য উদ্বেগের কিছু নেই। তাঁর ব্যাথা রয়েছে। ইংল্যান্ডে তাঁর চিকিৎসার জন্য চিকিৎসককে রিপোর্ট পাঠানো হয়েছিল। তারপর তাঁর চিকিৎসক তাঁকে ইংল্যান্ডে যেতে বলেছেন যাতে সামনে থেকে পরীক্ষা করা যেতে পারে রাহুলের কী সমস্যা রয়েছে।’

আগামী ৭ মার্চ থেকে শুরু হবে ধরমশালা টেস্ট। রাহুল পুরো ফিট না হলে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ধরমশালায় দেবদত্ত পাড়িক্কালকে খেলাতে পারে। রজত পাতিদারকে সুযোগ দিয়ে দেখেছেন রোহিত-দ্রাবিড়রা। কিন্তু রজত নিজের পারফরম্যান্স দিয়ে দাগ কাটতে পারেননি। যে কারণে তাঁর জায়গায় দেবদত্তকে সুযোগ দিতে পারেন রোহিতরা। বোর্ডের এক সূত্র জানিয়েছে, টিম ম্যানেজমেন্ট আপাতত চাইছে রজত পাতিদার এ বার রঞ্জি ট্রফির সেমিফাইনালে খেলে ছন্দ ফিরে পান। কিন্তু লোকেশ রাহুল টিমে না ফিরলে আবার রজতকে ভারতীয় টিমের সঙ্গে রেখে দেওয়া হতে পারে।

 

spot_img

Related articles

ধূমকেতুর প্রশংসায় পঞ্চমুখ: পরিচালক কৌশিকের মুনশিয়ানা সৃজিতের মুখে

একের পর এক যেভাবে বাংলা চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙে দিয়ে এগিয়ে চলেছে 'ধূমকেতু', তাতে একটা সাস্কেস পার্টি তো...

বিচ্ছেদের ইতি! গণেশ চতুর্থীতে সস্ত্রীক দেখা দিতে পারেন গোবিন্দা

গোবিন্দা এবং সুনীতা আহুজার (Govinda & Sunita Ahuja)বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। শুক্রবার জানা গিয়েছিল, সুনীতা নাকি বান্দ্রা আদালতে...

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...