Monday, January 12, 2026

পুলিশের জালে শাহজাহান, এবার শুভেন্দু-মিঠুনকে গ্রেফতারের দাবি জানালেন কুণাল

Date:

Share post:

সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানকে গ্রেফতার করতে বাধা নেই রাজ্য পুলিশের, এমন রায় দেওয়ার পরই গত সোমবারই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেছিলেন, সাত দিনের মধ্যে শাহাজাহানকে গ্রেফতার করতে পারে পুলিশ। বৃহস্পতিবার গ্রেফতারির পর কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, আদালতের বাধা ছিল, পুলিশ কাজ করতে পারেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সৌজন্যেই বাধা সরিয়েছে আদালত। পুলিশ যা করার করেছে।

কিন্তু এখানেই থেমে যাননি কুণাল। পুলিশের জালে শাহজাহান ধরা দেওয়ার পরই শুভেন্দু অধিকার, মিঠুন চক্রব্তীকে গ্রেফতারের দাবি জানালেন কুণাল ঘোষ। তাঁর কথায়, আদালতের বাধা উঠতেই শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ তাদের কর্তব্য করেছে। এবার ইডি-সিবিআই নারদা মামলায় গ্রেফতার করুক শুভেন্দু অধিকারীকে। অ্যালকেমিস্ট-এর নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে ইডি। সেক্ষেত্রে চিটফান্ড সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর মিঠুন চক্রবর্তীকেও গ্রেফতারের দাবি তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। সাক্ষী মালিকদের উপর অসভ্যতামি করেছে বিজেপি সাংসদ ব্রিজভূষণ, তাঁকেও গ্রেফতার করুক পুলিশ, দাবি কুণালের।

সম্প্রতি কলকাতায় এসে বড় বড় কথা বলে গিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শেখ শাহজাহান গ্রেফতারের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকেও নিশানা করেন কুণাল ঘোষ। তিনি বলেন, “দেশের ব্যাঙ্ক থেকে টাকা লুঠ করে যারা বিদেশে পালিয়েছে, সেই ব্যাঙ্ক লুটেরারা কবে গ্রেফতার হবে? রাজ্য পুলিশ নিজেদের কাজ করেছে। এবার দেখতে চাই ইডি-সিবিআই কী করে।”

গত ৫ জানুয়ারি রেশন বণ্টন মামলায় শেখ শাহজাহানের সরবেরিয়ার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়ে ইডি আধিকারিকরা। ইডির উপরে হামলার ঘটনার ৫৬ দিনের মাথায় রাজ্য পুলিশ গ্রেফতার করল সন্দেশখালির বেতাজ বাদশাকে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার কাকভোরে মিনাখাঁ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এরপর পুলিশ শাহজাহানকে বসিররহাট আদালতে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত কোর্ট লক আপে রাখা হয়েছে শেখ শাহজাহানকে। আদালতের কার্যক্রম শুরু হলেই পুলিশ দুপুর ১২টার মধ্যে তাকে কোর্ট-এ তুলবে এবং নিজেদের হেফাজতে চাইবে।

গতকাল, বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় শেখ শাহাজাহানকে ধরতে পারে ইডি, সিবিআই কিংবা রাজ্য পুলিশ। তার পরেই সন্দেশখালি ঘটনার ৫৬ দিনের মাথায় পুলিশের জালে শেখ শাহজাহান।


spot_img

Related articles

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস...

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...