এটাই গণতন্ত্র, বাংলায় আইনের শাসন রয়েছে! শাহজাহানের গ্রেফতারির মন্তব্য রাজ্যপালের

সন্দেশখালি কাণ্ডে মূল অভিযুক্ত শেখ শাহজাহান রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন, “আমি আগেই বলেছিলাম অন্ধকার সুড়ঙ্গের শেষে আলো থাকবেই। এটাই গণতন্ত্র। আবার আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরবে বাংলায়।”

শেখ শাহজাহানকে গ্রেফতার করতে কোনও বাধা নেই, গত সোমবার স্পষ্ট করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এরপরই সাংবাদিক বৈঠক থেকে শাসক দল তৃণমূলের তরফে থেকে দাবি করা হয়, ৭ দিনের মধ্যে গ্রেফতার হবে শাহজাহান।

সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্তকে গ্রেফতার করতে রাজ্য সরকারকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন আনন্দ বোস। তারই মধ্যে বুধবার রাতেই মিনাখা থেকে গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে। এই প্রসঙ্গে রাজ্যপাল বলেন, “আমার খুব ভাল লাগছে। সবকিছু ভালই হল। বাংলায় এবার ভাল জিনিসই হবে।”