Friday, December 19, 2025

দুর্ঘটনার দায় এড়াতে পারে না রেল, ঝাড়খণ্ডের ঘটনায় দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ঝাড়খণ্ডের জামতাড়ায় রেল দুর্ঘটনার (Jharkhand Rail Accident) খবরে দুঃখ প্রকাশ করে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার রাতে ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি রেলকে আরও দায়বদ্ধ হওয়ার অনুরোধ করেন মমতা। এক্স হ্যান্ডেলের মুখ্যমন্ত্রী (CM) লেখেন, ‘আরও একটি রেল দুর্ঘটনার খবর শুনে অত্যন্ত দুঃখিত। আমাদের সীমান্তের কাছেই ঝাড়খণ্ডের জামতাড়ায় দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন।’ পাশাপাশি এই ধরনের ত্রুটি যাতে এড়ানো যায় সে ব্যাপারেও রেলের দৃষ্টি আকর্ষণ করেন মমতা।

রেল দুর্ঘটনার খবর নতুন নয়। কিছুদিন অন্তর হয় ট্রেনে অগ্নিকাণ্ড, তা না হলে দুর্ঘটনার খবর শিরোনামে চলে আসে। যাত্রী পরিষেবায় ভারতীয় রেল (Indian Railways) যে কতটা উদাসীন তা এই ধরণের ঘটনা থেকেই বারবার স্পষ্ট হয়েছে। বুধবার ঝাড়খণ্ডের জামতাড়ায় কালাঝারিয়া রেল স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় দুইজনের। আহত হয়েছেন আরও ১২ জন বলে জানা যাচ্ছে। এর আগেও বাংলার মুখ্যমন্ত্রী বারবার রেল পরিষেবার দিকে আঙ্গুল তুলেছেন এবং মানুষের নিরাপত্তার বিষয়ে আরও সতর্ক থাকার অনুরোধ করেছেন। কিন্তু যত সময় যাচ্ছে বিজেপি সরকার পরিচালিত ভারতীয় রেলে যাত্রী পরিষেবা যেমন তলানিতে থেকেছে ঠিক তেমনই মানুষের জীবন নিয়ে ছেলেখেলা চলছে। দুর্ঘটনা এড়াতে রেলকে আরও সতর্ক থাকার অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।এই ঘটনা নিয়ে গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স হ্যান্ডেলে পোস্ট করে দুঃখপ্রকাশ করেছেন। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়েছে বলে রেলের তরফে বলা হয়েছে।

spot_img

Related articles

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...