ইডি যা পারেনি রাজ্য পুলিশ তা করে দেখালো। সন্দেশখালি কাণ্ডে অনেক টালবাহানার পর অবশেষে ৫৬ দিনের মাথায় গ্রেফতার মূল অভিযুক্ত শাহজাহান শেখ। মিনাখাঁ থেকে তাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। এদিন বসিরহাট আদালতে তোলা হলে শাহজাহানকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। তবে নিরাপত্তাজনিত কারণে মিনাখা বা নাজ্যাট থানা নয়, সন্দেশখালির বেতাজ বাদশাকে নিয়ে আসা হয় কলকাতার ভবানী ভবনে।

শাহজাহানের গ্রেফতারির পর বৃহস্পতিবার সকালে মিনাখাঁ থানায় সাংবাদিক বৈঠক করলেন রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। এডিজি জানান, মিনাখাঁ থানার বামনপুকুর থেকে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে শাহজাহানকে। গ্রেফতারে আইনি বাধা ছিল, গ্রেফতারে আইনি বাধ্যবাধকতা ছিল। পাশাপাশি সুপ্রতিম সরকার প্রশ্ন তোলেন, ইডি গ্রেফতার করল না কেন? তাদের তো কোনও বাধা ছিল না!

এদিকে শাহজাহানের গ্রেফতারির খবর আসতেই উৎসবের মেজাজ সন্দেশখালিতে। গ্রামের মহিলারা একে অপরকে মিষ্টি মুখ করান। আবির মাখান। ফাটানো হয় বাজি। স্থানীয়রা বলছেন, “ইডি পারেনি। স্থানীয় পুলিশ গ্রেফতার করেছে শাহজাহানকে। পুলিশকে ধন্যবাদ। এবার শান্তি পাব মনে হচ্ছে। নির্ভয়ে বাস করতে পারব। অর্ধেক রাত জেগে থাকতে হবে না। বাড়ি থেকে কেউ তুলে নিয়ে যাবে না। শেখ শাহাজাহান শাস্তি পাক, এটাই চাই।”

আরও পড়ুন- দুর্ঘটনার দায় এড়াতে পারে না রেল, ঝাড়খণ্ডের ঘটনায় দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর
