Friday, November 7, 2025

ফের কানাডা থেকে নিখোঁজ পাক বিমানসেবিকা! হোটেলে তল্লাশি চালাতেই উদ্ধার ‘রহস্যজনক’ নোট

Date:

Share post:

আচমকাই নিখোঁজ পাক বিমানসেবিকা (Air Hostes)! ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হুলস্থূল পড়ে গিয়েছে বলে খবর। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (Pakistan International Airlines) বিমান কানাডায় (Canada) অবতরণের পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না বিমানসেবিকা মরিয়ম রাজাকে (Mariyam Raja)। তবে তিনি আচমকা কোথায় উধাও হয়ে গেলেন তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন পাক প্রশাসন। ইতিমধ্যে, টরেন্টো (Torrento) থেকে করাচিগামী PK-784 বিমানে তাঁকে দেখতে না পাওয়ায় শুরু হয়েছে তল্লাশি। তবে আচমকা কোথাও উধাও (Missing) হয়ে গেলেন তিনি? তা নিয়ে আইনি পদক্ষেপের পথে এবার হাঁটতে চলেছে পাকিস্তান।

বিষয়টা কী?

গত সোমবারই ইসলামাবাদ বিমানবন্দর থেকে টরেন্টোগামী বিমানে ওঠেন মরিয়ম। কিন্তু এরপর কানাডা বিমানবন্দরে অবতরণের পর থেকেই আর ওই বিমানসেবিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পাকিস্তানের ওই বিমান সংস্থার। তিনি দীর্ঘ ১৫ বছর আগে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে যোগদান করছিলেন। দীর্ঘ সময় ওই সংস্থায় কাজ করার পরও আচমকা কীভাবে তিনি গায়েব হয়ে গেলেন তা নিয়ে পাক বিমান সংস্থার আশঙ্কা কিছুতেই পিছু ছাড়ছে না। যদিও পরে কোনও দিশা না পেয়ে মরিয়ম কানাডার যে হোটেলে ছিলেন সেখানে তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে পাক বিমান কর্তৃপক্ষের। পরে হোটেল রুমে দেখা যায় তাঁর একটি ইউনিফর্মে লেখা ‘Thank You PIA’। আর এরপর থেকেই আরও জটিল হচ্ছে পরিস্থিতি। তবে এখনও পর্যন্ত ওই বিমান সেবিকার খোঁজ মেলেনি বলেই সূত্রের খবর। তবে মরিয়ম ইসলামাবাদ থেকে ক্রু মেম্বার হিসাবে কানাডায় পৌঁছলেও ফিরতি ফ্লাইটে তাঁর দেখা না মিলতেই নড়চড়ে বসে পাক বিমান সংস্থাটি।

তবে এমন ঘটনার জন্য কানাডার আইনকেই কাঠগড়ায় তুলেছে পাক এয়ারলাইন্সের মুখপাত্র। তিনি সাফ জানিয়েছে চলতি বছর এই নিয়ে দু’বার এমন ঘটনা ঘটল। পাশাপাশি তাঁর আরও অভিযোগ, গত জানুয়ারি মাসেই ঠিক এমন ঘটনা সামনে আসে। পাক বিমানসেবিকা ফাইজা মুখতার কানাডা বিমান বন্দরে গত জানুয়ারি মাসে অবতরণ করলে তাঁরও খোঁজ মেলেনি বলে খবর। এছাড়া গত বছরই কর্তব্যরত অবস্থায় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ৭ বিমানসেবিকা নিখোঁজ হয়ে যান। কিন্তু বারবার এমন ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন পাক প্রশাসন। ইতিমধ্যে বিষয়টি যাতে আর নতুন করে না হয় সেকারণে নতুন করে কানাডার সঙ্গে কথাবার্তা চলাচ্ছে পাক বিমান সংস্থাটি।

spot_img

Related articles

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু! শেওড়াফুলির যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু। হুগলির (Hooghli) ডানকুনির পরে এবার শেওড়াফুলি। শেওড়াফুলির (Shaoraphuli) গড়বাগানে যৌনকর্মীর (Sex Worker)...

জন-গণ-মন: রবীন্দ্রনাথকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীত নিয়ে রচয়িতা রবীন্দ্রনাথকে পরিকল্পিত অপমানের বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শাসকদল তৃণমূল। শুক্রবার, তৃণমূল ভবন থেকে সাংবাদিক...

মানব পাচার মামলায় কলকাতায় তল্লাশি অভিযান ইডির

শুক্রবার সকালে মহানগরীতে ইডি (ED raid in Kolkata) অভিযান। দশ বছর আগের পুরনো এক মানব পাচার মামলায় এদিন...

জোর ধাক্কা কেন্দ্রের, ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে হলফনামা তলব হাইকোর্টের

আদালতে জোর ধাক্কা কেন্দ্রের বিজেপি সরকারের। দীর্ঘদিন ধরে বাংলার বকেয়া আটকে রেখে যে প্রতিহিংসামূলক রাজনীতি করে চলেছে মোদি-...