Monday, January 12, 2026

সংসদ সদস্যদের উপর ডিজিটালি নজরদারি নয়: সুপ্রিম কোর্ট

Date:

Share post:

সংসদের সদস্যদের উপর ডিজিটালি নজরদারি করার নির্দেশ মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে (Supreme Court)। শুক্রবার এজলাসে এই মামলার শুনানি শুরু হতেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের (CJI D.Y. Chandrachud,Justices J.B. Pardiwala and Manoj Misra) বেঞ্চ PIL খারিজ করে দেন। শুধু তাই নয় ভবিষ্যতেও যে এই সংক্রান্ত মামলা করা যাবে না, সেই বিষয়টিও স্পষ্ট করে দিয়েছে শীর্ষ আদালত (SC)। প্রধান বিচারপতি জানান, দেশের সাংসদ – বিধায়কদের উপর এভাবে নজরদারি সম্ভব নয়।

আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানায় এভাবে কারোর মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা যায়না। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ পর্যবেক্ষণ হল, যে আদালত সমস্ত নির্বাচিত সাংসদদের ডিজিটালি পর্যবেক্ষণ করতে পারে না। প্রত্যেকের গোপনীয়তার মৌলিক অধিকার রয়েছে। এরকম পর্যবেক্ষণ শুধুমাত্র একজন দোষী সাব্যস্ত অপরাধীর জন্য করা হয়। কারণ এটা মনে করা হয় যে অপরাধী হয়তো ন্যায়বিচার থেকে পালিয়ে যেতে পারেন। এরপরই আদালত জানায় এই বিষয়ে যুক্তি দেখাতে চাইলে সেক্ষেত্রে মামলাকারীর উপর প্রায় ৫ লক্ষ টাকা আরোপ করা হবে। এভাবে আদালতের সময় নিয়ে ছেলেখেলা করা উচিত নয়। এদিন শুনানির সময় আবেদনকারীর আইনজীবী যুক্তি দেন,”জনপ্রতিনিধিত্ব আইনে নির্বাচিত হওয়ার পর সাংসদরা শাসকের মতো আচরণ শুরু করেন। জনসেবকের এই আচরণ কাঙ্খিত নয়। এই যুক্তি প্রত্যাখ্যান করে প্রধান বিচারপতি বলেছেন,”সব সংসদ সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ করা যায় না। গণতন্ত্রে একজন নাগরিক কীভাবে আইন তৈরি করবে? নির্বাচিত সংসদ সদস্যদের অংশগ্রহণের পর সংসদে সমস্ত আইন পাস হয়। স্বতন্ত্র নাগরিক হিসেবে আমরা আইনকে ‘ব্যক্তিগত’ বলে চিহ্নিত করতে পারি না।” তাই এই ধরণের মামলাকে সময় দেওয়া মানে আদালতের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের ক্ষতি। যদিও কোনও ফাইন আরোপ করা হয়নি বলেই খবর।


spot_img

Related articles

স্বামীজির সর্বজনীন সম্প্রীতির বার্তা চিরন্তন পথপ্রদর্শক: শ্রদ্ধায়-স্মরণে বার্তা অভিষেকের

স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকীতে সোমবার এদিন বেলা তিনটের সময় স্বামীজির কলকাতার শিমলা স্ট্রিটের বাড়ি গিয়ে শ্রদ্ধা জানাবেন তৃণমূলের...

সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন ইডি-র: সোমেই শুনানির আবেদন

রাজ্যের তরফে ক্যাভিয়েট দাখিলের পরে শীর্ষ আদালতে দ্রুত তৎপরতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র। সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইডি। সেখানে...

আম্বেদকর মূর্তির রেলিংয়ে ধাক্কা লরির! ভোরের কলকাতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা

বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল সোমবার ভোরে রেড রোডে। নিরাপত্তায় মোড়া রেড রোডে সোমবার ভোরে একটি লরি সোজা এসে...

শীতলতম কল্যাণী: চলতি সপ্তাহে কলকাতায় পারদ ছোঁবে ১২ ডিগ্রি

শুধু শীতের আমেজ নয়, গোটা বাংলা এ বছরের শীতে হাড় কাঁপানো ঠাণ্ডাতেই অভ্যস্ত হয়ে উঠেছে। সেই অভ্যাসে নতুন...