Monday, August 25, 2025

অভিষেকের উদ্যোগে ডায়মন্ড হারবারে সর্ববৃহৎ মাদার অ্যান্ড চাইল্ড হাব!

Date:

Share post:

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)উদ্যোগে এবার রাজ্যের সর্ববৃহৎ মাদার অ্যান্ড চাইল্ড হাব (Mother and Child Hub)গড়ে উঠছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে (Diamond Harbour)। সেখানকার মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রায় ৬০০ বেডের এই হাব গড়ার কাজ চলছে বলে জানা যাচ্ছে। এই প্রকল্প রূপায়ণে বরাদ্দ করা হয়েছে ৬৪.৩৩ কোটি টাকা। গত কয়েক বছর ধরে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও সরকারি হাসপাতালে মাদার অ্যান্ড চাইল্ড হাব গড়ে তুলেছে রাজ্য সরকার (Government of West Bengal),তবে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালের (Diamond Harbour Medical College Hospital)মাদার অ্যান্ড চাইল্ড হাব হচ্ছে রাজ্যের সর্ববৃহৎ ও স্বয়ংসম্পূর্ণ ইউনিট হতে চলেছে। এটি তৃণমূল কংগ্রেসের (TMC)সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। সাংসদ বরাবরই নিজের লোকসভা কেন্দ্রের মানুষের সবধরনের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার ব্যাপারে সচেষ্ট। ফের তার প্রমাণ মিলল।

রাজ্য সরকার এই প্রকল্পের জন্য বাড়তি অর্থ অনুমোদন করেছে বলে জানা যাচ্ছে। কলকাতা, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ-সহ রাজ্যের ন’টি হাসপাতালে মাদার অ্যান্ড চাইল্ড হাব রয়েছে। আরও পাঁচটি জায়গায় এই হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্যের। কোথাও ১০০, কোথাও ১৫০, কোথাও আবার ২৫০ শয্যার মাদার অ্যান্ড চাইল্ড হাব হবে। ডায়মন্ডহারবারের প্রকল্পে বেডের সংখ্যা সেখানে ৬০০। এখানে একই ছাদের তলায় মা ও শিশুর সব ধরনের চিকিৎসা হবে। প্রসব থেকে শুরু করে সদ্যোজাতদের জন্য স্পেশাল ওয়ার্ড, ছাড়াও জন্মগত ত্রুটির সমস্ত ধরনের চিকিৎসা হবে। থাকছে ডিস্ট্রিক্ট আর্লি ইন্টারভেনশন সেন্টার। ১১ তলা বিশিষ্ট ডায়মন্ডহারবারের মাদার অ্যান্ড চাইল্ড হাবটি এমনভাবেই তৈরি করা হবে, যাতে প্রত্যন্ত এলাকা থেকে এখানে আসার পর আর রেফারের দরকার না পড়ে। সব ধরনের চিকিৎসা বা অস্ত্রোপচারের সুবিধা মিলবে এখানে।


spot_img

Related articles

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...