Saturday, November 8, 2025

বাংলায় এক দফায় ভোটের দাবি, শুভেন্দুকে কাঠগড়ায় তুলে কমিশনকে নালিশ তৃণমূলের

Date:

Share post:

লোকসভা নির্বাচনে (Loksabha Election) বাংলায় (West Bengal) এক দফায় ভোট করানোর দাবি জানাল তৃণমূল কংগ্রেস (Tmc)। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় এসেছে। সোমবার কলকাতায় কমিশনের ওই ফুল বেঞ্চ একে একে রাজ্যের সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে। এদিনের বৈঠকে তৃণমূল কংগ্রেসের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) দাবি করেন, বাংলায় এক দফাতেই করাতে হবে ভোট। এরপরই কল্যানের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দফায় দফায় বাংলায় আসবেন বলে তত দফায় ভোট হবে, তা যেন না হয়।

এদিন বাংলার সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেই বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেই বৈঠকের পরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগের সুরে বলেন, ”যেখানে বিজেপি শাসক দল হিসাবে রয়েছে সেই রাজ্যে হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে একদিনে নির্বাচন হচ্ছে না।”

পাশাপাশি এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আক্রমণ করে কেন্দ্রীয় বাহিনী নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। কল্যাণের কথায়, মোদি-অমিত শাহদের সুবিধা করে দেওয়ার জন্য দ্বিগুণ ফোর্স পাঠানো হচ্ছে বাংলায়। এদিকে তাঁরা এসে মানুষকে ভয় দেখাচ্ছে। মানুষকে হুমকি দিয়ে বলছে পদ্মতেই ভোট দিতে হবে।” পাশাপাশি তিনি বলে দিচ্ছেন কোথায় সিআইএসএফ যাবে, কোথায় ইডি যাবে। কিন্তু তৃণমূল এসবে ভয় পায় না।

এছাড়াও এদিন আধার কার্ডের ইস্যু নিয়ে শুভেন্দুকে বিঁধে কল্যানের অভিযোগ, ভারতবর্ষের কোনও রাজ্যে আধার কার্ড বাতিল হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গে হয়েছে। কেন্দ্রের মোদি সরকারের টার্গেট পশ্চিমবঙ্গ। সেই কারণেই আধার কার্ড বাতিল করেছে।’

spot_img

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...