Sunday, November 2, 2025

লক্ষ্য তিন পয়েন্ট, গোয়াকে সমীহ লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাতের

Date:

Share post:

আগামিকাল আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ গোয়া। শেষ ম্যাচে ওড়িশা এফসির কাছে হারের মুখ দেখে কার্লোস কুয়াদ্রাতের দল। তবে এই ম্যাচে ঘুড়ে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। গোয়া ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে সেই কথাই বললেন লাল-হলুদের হেডস্যার।

গোয়ার বিরুদ্ধে নামার আগে শক্তি বাড়াচ্ছে লাল-হলুদ। কার্ড সমস্যা কাটিয়ে এই ম্যাচে দলে ফিরছেন হিজাজি মাহের। চোট সারিয়ে ফিরছেন সাউল ক্রোসপোও। ফলে গোয়ার বিরুদ্ধে সব বিদেশিকেই ব্যবহার করতে পারেন কোচ। সাংবাদিক সম্মেলনে কুয়াদ্রাত বলেন, “ক্রেসপো দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করছে। সাত ম্যাচ পর আমরা ছয় জন বিদেশি নিয়ে খেলতে পারব। এটা আমাদের জন্য ভাল দিক। হিজাজিও ফিরছে। এতে দল শক্তিশালী হবে। আমাদের আর পয়েন্ট নষ্ট করলে হবে না। গোয়ার বিরুদ্ধে তিন পয়েন্টের লক্ষ্য নিয়েই মাঠে নামব আমরা। বুধবারের ম্যাচের জন্য আমাদের নির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে।”

১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে গোয়া। অপরদিকে ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে নবম স্থানে ইস্টবেঙ্গল। ধারেভারে অনেকটাই এগিয়ে গোয়া। তাই গোয়াকে হালকাভাবে নিচ্ছেন না লাল-হলুদ কোচ। তিনি বলেন, “ গোয়া যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। শেষ কয়েকটা ম্যাচের ফল দিয়ে ওদের বিচার করলে ভুল হবে। যা পরিস্থিতি তাতে ওরাও তিন পয়েন্টের জন্য ঝাঁপাবে। যে কোনও দিন ওরা জিততে পারে। এটা মাথায় রাখছি। সব কিছু আমাদের পক্ষে নেই। এই মরশুমে আমাদের বেশ কিছু সমস্যার মোকাবিলা করতে হয়েছে। এটা মানতেই হবে গোয়া আমাদের থেকে ভাল জায়গায় রয়েছে। আমরা নিজেদের সেরাটা দিতে চাই।”

আরও পড়ুন- ১০ মার্চ ডার্বি, পরির্বতন হলো ম্যাচের সময়


spot_img

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...