Thursday, January 15, 2026

রাজনীতির ময়দানে ধাক্কা খাবে অভিজিৎ! দাবি “গুরু” বিকাশের

Date:

Share post:

ইঙ্গিত আগে থেকেই ছিল। জল্পনা সত্যি করে সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করলেন সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দলের নামও জানিয়ে দিলেন। বললেন, ৭ মার্চ বিজেপিতে যোগ দেবেন তিনি। এবং লোকসভা ভোটেও লড়বেন। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এমন সিদ্ধান্তকে একেবারেই বিচক্ষণ সিদ্ধান্ত বলে মনে করছেন না বিশিষ্ট আইনজীবী ও সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই বিকাশরঞ্জন ভট্টাচার্যকেই “গুরু” সম্বোধন করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে যোগ দেওয়ার পেছনে তাঁর যুক্তি হিসেবে তিনি বলছেন, যে কোনও শুভবুদ্ধি সম্পন্ন যে কোনও সৎ মানুষের রাজনীতিতে যোগ দেওয়া উচিত। বিজেপিই একমাত্র সর্বভারতীয় দল তাই বিজেপিতে যোগ দিলাম। এনিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, “ওঁর সঙ্গে আমার পেশাগত ঘনিষ্ঠতা রয়েছে। খারাপ লাগছে এই কারণে, ওঁর যে দুর্নীতির বিরুদ্ধে মিশন তা পূরণ হবে না। ও ধাক্কা খাবে, আহত হবে বলে আশঙ্কা। দেশজুড়ে দুর্নীতিতে লালন করেছে বিজেপি। আমি খানিকটা অবাক হয়েছি। বিজেপির সঙ্গে ওঁর সখ্যতা হওয়ার কোনও সুযোগ ছিল বলে আমার ধারনা ছিল না। ও অবশ্য নিজের মতো ব্যাখ্যা করছে। তবে আবারও বলি এটা না করলেই ভালো হতো। আমি একটা বার্তা দিয়েছিলাম। ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে নির্দল হিসেবে করলে অনেক বেশি সমর্থন পাবেন। আমরাও সমর্থন করব। যা হোক ওঁর সঙ্গে যোগাযোগ থাকবে।”

 

 

spot_img

Related articles

খসড়া তালিকা প্রকাশ না করলে গণ-আন্দোলন বাংলা থেকে দিল্লি: নন্দীগ্রামে হুঙ্কার অভিষেকের

লজিক্যাল ডিসক্রেপেন্সির তালিকা প্রকাশ না করলে তৃণমূল গণ-আন্দোলন গড়ে তুলবে। শুধু কলকাতায় নয়, আন্দোলন আছড়ে পড়বে দিল্লিতেও। বৃহস্পতিবার...

মুখ্যমন্ত্রীর প্রস্তাবে সায়, ২৩ জানুয়ারি পরীক্ষা নয় ঘোষণা NTA-এর

রাজ্যের আবেদনে সাড়া দিয়ে জয়েন্ট এন্ট্রান্স মেইন (Joint Entrance Main)-এর পরীক্ষা পিছিয়ে দিল জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (NTA)।...

যত কাণ্ড ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনেই, স্টেডিয়ামে বাঁদর! পাখির উপদ্রবে থমকে গেল ম্যাচ

বিতর্ক যেন পিছু ছাড়ছে না ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনে(India Open )। দিল্লিতে দূষণের জন্য নাম তুলে নিয়েছেন ডেনমার্কের তারকা...

সিঙ্গুরে ‘টাটার মাঠে’ মোদির সভার জন্য বিনা অনুমতিতে জমি কেড়েছে বিজেপি! বিডিও-কে নালিশ

ন্যানোর জন্য জমি কাড়ার বিতর্কে পরে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভার জন্য সিঙ্গুরে (Singur) অনুমতি না...