Thursday, August 21, 2025

সাংবাদিক, ড্রাইভারদের প্রবেশ নিষেধ: কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশন কার্ড ঘিরে তুমুল বিতর্ক 

Date:

Share post:

নতুন জীবন শুরু করেছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ (Kanchan Mallik Srimoyee Chattaraj)। বিয়ে থেকে রিসেপশন সব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে নিজেদের জীবনের সবথেকে আনন্দের দিনেও বিতর্ক (Reception controversy) পিছু ছাড়লো না তারকা দম্পতির। গত ৬ মার্চ কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনের আয়োজন করা হয়েছিল ক্যামাক স্ট্রিটের একটি ব্যাঙ্কোয়েট হলে। সেখানে সাংবাদিক (Press/Media), গাড়িচালক এবং ব্যক্তিগত নিরাপত্তরক্ষীদের প্রবেশ নিষেধের ঘটনায় তোলপাড় সমাজমাধ্যম। বিতর্কের জেরে মুখ খুলতে বাধ্য হলেন নববধূ।

তৃতীয়বার বিয়ে করে এমনিতেই ট্রোলিং-এর শিকার হয়েছেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক। হাঁটুর বয়সী শ্রীময়ীকে (Kanchan Sreemoyee wedding) বিয়ে করার পর থেকেই নবদম্পতিকে নিয়ে ব্যঙ্গবিদ্রুপ, চর্চা, সমালোচনার ঢল নেমেছে। এর মাঝে নয়া বিতর্ক রিসেপশন পার্টির আমন্ত্রণপত্রে লিখিত নিষেধাজ্ঞা। পার্ক স্ট্রিটের ওই ব্যাঙ্কোয়েট হলে ঢোকার মুখেই একটি বোর্ডে ইংরেজি হরফে লেখা ছিল ‘প্লিজ়, প্রেস অ্যান্ড পার্সোনাল সিকিউরিটি অ্যান্ড ড্রাইভার্স আর নট অ্যালাউড’। সাংবাদিক মহলের একাংশ আজ সকাল থেকেই এর তীব্র প্রতিবাদ করে সমাজমাধ্যমে সোচ্চার হয়েছে। কাঞ্চন -শ্রীময়ীকে উদ্দেশ্য করে খোলা চিঠিও লেখা হয়েছে। চাপের মুখে সাফাই দিতে মুখ খুললেন শ্রীময়ী। তাঁর কথায়, ‘‘আমরা একেবারেই এটা করিনি। আমাদের কাছে সাংবাদিকেরাও মানুষ, গাড়ির চালকেরাও মানুষ, ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরাও মানুষ। কাউকে ছোট করা হয়নি। দ্বিতীয়ত, আমরা চেয়েছিলাম খানিকটা গোপনীয়তা বজায় রাখতে। কিন্তু ভুয়ো পরিচয় দিয়ে প্রবেশ করার একটা আশঙ্কা থেকেই যায়। সেই কারণেই হোটেল কর্তৃপক্ষকে জানিয়েছিলাম, আমরা সাংবাদিক, নিরাপত্তারক্ষী এবং গাড়ির চালকদের প্রবেশাধিকার বন্ধ রাখতে চাই।” তাহলে কি সব দোষ কর্তৃপক্ষের? এই নিয়ে সবিস্তারে কিছু বলতে চাননি অভিনেত্রী। তবে তিনি যে পিঠ বাঁচাতে কর্তৃপক্ষের উপর দায় চাপাতে চাইছেন সেটা বেশ স্পষ্ট।


spot_img

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...