Thursday, August 28, 2025

১০ মার্চ ডার্বি, কীভাবে কাটবেন অফলাইন টিকিট, কোথা থেকেই বা পাওয়া যাবে বড় ম্যাচের টিকিট? রইল আপডেট

Date:

Share post:

১০ মার্চ শহরে বড় ম্যাচ। এই ম্যাচ নিয়ে ইতিমধ্যে উন্মাদনা তুঙ্গে । গত দু’দিন ধরে টিকিটের দাম নিয়ে চলছে বেস বিতর্ক। আর এরই মধ্যে ডার্বি ম্যাচের অফলাইন টিকিট বিক্রি শুরু হল আজ থেকেই। ৮ মার্চ দুপুর তিনটে থেকে পাওয়া যাবে ডার্বি ম্যাচের অফলাইন টিকিট। পাশাপাশি যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা রিডিম করতে পারবেন সেই টিকিট। কোথা থেকে রিডিম করা যাবে টিকিট?

ইস্টবেঙ্গল সমর্থকরা ডার্বির টিকিট কাটতে পারবেন ক্লাব থেকেই। ক্লাবের জিম এরিয়া থেকে অনলাইন টিকিট রিডিম করা যাবে। পাশাপাশি অফলাইন টিকিটও পাওয়া যাবে ক্লাব থেকেই। পাশাপাশি যুবভারতী ক্রীড়াঙ্গনের বক্স অফিস ১ থেকেও পাওয়া যাবে টিকিট। সেখান থেকে অনলাইন টিকিট রিডম ও অফলাইন টিকিট দুই পাওয়া যাবে। মোহনবাগান ক্লাব এই ডার্বির টিকিট বিক্রি করতে না চাওয়ায় ডার্বির টিকিট পাওয়া যাবে মহমেডান মাঠ থেকে। ক্লাবের বাইরে যেখানে আইপিএল-এর টিকিট দেওয়া হয়, সেখান থেকেই কাটা যাবে এই টিকিট। শুধু আজ নয়, রবিবার অবধি টিকিট কাটতে পারবেন সমর্থকরা। পাশাপাশি অনলাইন টিকিটও রিডিম করা যাবে সন্ধ্যা সাড়ে ছ’টা অবধি।

ডার্বির টিকিট নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছে বিতর্ক। আর তার কারণ টিকিটের দামের বৈষম্য। ইস্টবেঙ্গলের টিকিটের থেকে মোহনবাগান গ্যালারির টিকিটের দাম অনেক বেশি, যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন মোহনবাগান সমর্থকরা। যদিও দামের বৈষম্য নিয়ে মুখ খুলেছেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিনি জানিয়ে দেন, ব্যক্তিগত ভাবে সকল ফুটবলপ্রেমীর কাছে দুঃখপ্রকাশ করেন । এই নিয়ে লাল-হলুদ শীর্ষ কর্তা বলেন, “ টিকিটের দামের এই যে তারতম্য এটা সঠিক হয়নি বলেই আমার প্রাথমিক ধারণা। ক্রীড়ামন্ত্রী আমাকে গোটা বিষয়টা জানানোর পরে আমি বিভিন্ন জায়গায় কথা বলি। কিন্তু তারাও অনেকটা এগিয়ে গিয়েছেন। এখন পিছিয়ে আসা সম্ভব নয়। আমি অনুরোধ করেছি আগামিদিনে যেন এরকম বৈষম্য না ঘটে।” যদিও টিকিটের এমন ফারাক দেখে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, ‘আমরা এই বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছি। বলতে পারি নোংরা ঘটনা। ময়দান কলুষিত হচ্ছে এই ঘটনায়।’

আরও পড়ুন- ছেলের শতরান দেখে আবেগে ভাসলেন গিলের বাবা, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...