Monday, January 12, 2026

ব্রিগেডে জনগর্জন সমাবেশের প্রস্তুতি তুঙ্গে, নিরাপত্তা খতিয়ে দেখতে হাজির পুলিশ কমিশনার

Date:

Share post:

আগামী ১০ মার্চ ব্রিগেডে জনগর্জন সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। ওইদিন সকাল ১১ টা থেকে হবে বিগ্রেড সমাবেশ। ১০০ দিনের কাজ, আবাস যোজনা-সহ একাধিক বিষয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে এই সমাবেশ থেকে প্রতিবাদ জানানো হবে। যার নাম দেওয়া হয়েছে ‘জনগর্জন সভা’।

ব্রিগেড সমাবেশকে সফল করতে কলকাতা-সহ জেলার প্রতিটি ব্লকে প্রচার সভা করছে তৃণমূল। দলীয় সূত্রের খবর, ব্রিগেডে রেকর্ড সংখ্যক মানুষের জমায়েত করা হবে। ইতিমধ্যে সভাস্থলে মঞ্চ বাঁধার কাজও শুরু হয়েছে। বৃহস্পতিবার সভায় প্রস্তুতির তদারকি খতিয়ে দেখতে ব্রিগেডে যান কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল।একুশে জুলাইয়ের পরম্পরাকে মাথায় রেখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মোট তিনটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে । মূল মঞ্চে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব । বাকি দুটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে সাংসদ-বিধায়ক ও জনপ্রতিনিধিদের জন্য ।
ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা কলকাতার উদ্দেশে রওনা দিতে শুরু করেছেন। রেল ট্রেন বাতিল করলেও থেমে নেই তৃণমূল। রেলের সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে দলের তরফ থেকে জেলা নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা বাসে করে কলকাতা আসুন। সব ব্যয়ভার দল বহন করবে। তাই এবারের ১০ তারিখের ব্রিগেডে রেকর্ড জনসমাগম হবে বলে মনে করা হচ্ছে। দূর দূরান্তের কর্মী সমর্থকদের থাকার জন্য নেতাজী ইন্ডোর স্টেডিয়াম, গীতাঞ্জলি স্টেডিয়াম এবং রাজারহাটে ব্যবস্থা করা হয়েছে। তৃণমূল নেতৃত্ব যেমন এদিন ব্রিগেডের প্রস্তুতি খতিয়ে দেখেন. তার পাশাপাশি পুলিশ কমিশনার নিরাপত্তার দিকটি খতিয়ে দেখেন। কারণ, বিপুল জনসমাগমের পাশাপাশি ওই দিন ব্রিগেডের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বক্তব্য রাখবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না পুলিশ। জোরকদমে চলছে মঞ্চ বাধার প্রস্তুতি।

 

spot_img

Related articles

সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন ইডি-র: সোমেই শুনানির আবেদন

রাজ্যের তরফে ক্যাভিয়েট দাখিলের পরে শীর্ষ আদালতে দ্রুত তৎপরতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র। সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইডি। সেখানে...

আম্বেদকর মূর্তির রেলিংয়ে ধাক্কা লরির! ভোরের কলকাতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা

বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল সোমবার ভোরে রেড রোডে। নিরাপত্তায় মোড়া রেড রোডে সোমবার ভোরে একটি লরি সোজা এসে...

শীতলতম কল্যাণী: চলতি সপ্তাহে কলকাতায় পারদ ছোঁবে ১২ ডিগ্রি

শুধু শীতের আমেজ নয়, গোটা বাংলা এ বছরের শীতে হাড় কাঁপানো ঠাণ্ডাতেই অভ্যস্ত হয়ে উঠেছে। সেই অভ্যাসে নতুন...

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কাজের মধ্যেই শ্রদ্ধা: সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

তিনিই বলেছিলেন গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। যার অন্তর্নিহিত অর্থ কর্মই অনেক বেশি কাঙ্খিত, ধর্মের আলোচনার থেকে। আর...