Wednesday, August 27, 2025

লোকসভা ভোটের আগে গেরুয়া ষড়যন্ত্র! ম্যারাথন তল্লাশির পর ইডির হাতে গ্রেফতার লালু ঘনিষ্ঠ সুভাষ

Date:

Share post:

ম্যারাথন তল্লাশির পর শেষমেশ গ্রেফতার লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav) ঘনিষ্ঠ সুভাষ যাদব (Subhas Yadav)। অবৈধ বালি খাদান মামলায় তাঁকে গ্রেফতার (Arrest) করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। সূত্রের খবর, সুভাষের আটটি পৃথক ঠিকানায় লাগাতার হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আর তারপরই গ্রেফতার করা হয় লালু ঘনিষ্ঠকে। ইডি সূত্রে খবর, তাঁর কাছ থেকে আয় বহির্ভূতভাবে নগদ ২ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। তবে লোকসভা নির্বাচনের (Loksabha Election) আহে ইডির এই অতিতৎপরতাকে একেবারেই সোজা চোখে দেখতে নারাজ বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, লোকসভা নির্বাচন সামনে আসতেই বিজেপির অঙ্গুলিহেলনে এমন কাজ করছে ইডি। এছাড়াও বিহারে রাজনৈতিক পালাবদলের পর থেকেই লালুপ্রসাদ যাদব ও তাঁর পরিবারের পাশাপাশি তাঁর ঘনিষ্ঠদের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লোকসভা ভোটের আগে বিহারে লালু ও তেজস্বীকে একঘরে করতেই এমন চাল বিজেপির।

অবৈধ বালিখাদান চালানো এবং আর্থিক তছরুপের একাধিক মামলায় শনিবার আরজেডির টিকিটে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা সুভাষের পটনার বাসভবন-সহ মোট আট জায়গায় তল্লাশি চালায় ইডি। ইডি সূত্রে খবর, সেই সব জায়গায় তল্লাশি চালিয়ে ২ কোটি টাকা নগদ-সহ প্রচুর গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে। আগেই সুভাষের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করে বিহার পুলিশ। সেই মামলারই তদন্তভার হাতে পেয়ে সুভাষকে গ্রেফতার করল ইডি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আরজেডির হয়ে ঝাড়খণ্ডের চাতরা থেকে প্রার্থী হয়েছিলেন সুভাষ। তবে শুধু ইডিই নয়, এর আগে ২০১৮ সালে আয়কর দফতরও তল্লাশি চালিয়েছিল সুভাষের বাড়িতে। সুভাষের বিরুদ্ধে ইতিমধ্যে ১৪টি মামলা দায়ের হয়েছে বলে খবর।

spot_img

Related articles

গণেশ চতুর্থীর সকালে খাঁড়া হাতে আগুন জ্বালালেন ‘রঘু রাজা’ দেব

পুজোয় সিনেপর্দা কাঁপাতে দোর্দণ্ডপ্রতাপ রঘু ডাকাতের (Raghu Dakat) আগমন সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু অনুরাগীদের কাছে নয়া মেজাজে ধরা...

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...