Thursday, December 25, 2025

চাপের কাছে নতি স্বীকার না করায় অরুণকে স্যালুট, অভিজিৎকে মোক্ষম খোঁচা তৃণমূল সভানেত্রীর

Date:

Share post:

বাংলার বিরুদ্ধে নীতি বহির্ভূত কাজ করতে চাননি নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। শেষ পর্যন্ত শনিবার রাতে পদত্যাগ করেন তিনি। এই ঘটনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে জনগর্জন সভা থেকে গর্জে উঠলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি, অরুণ গোয়েলকে স্যালুট জানালেন বাংলার মুখ্যমন্ত্রী।

এদিন ব্রিগেডের মেগা সমাবেশের মঞ্চ থেকে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, রাজনৈতিক ভাবে বাংলায় শাসকদলের সঙ্গে পেরে না উঠে, সব দিক থেকে কোণঠাসা করার চেষ্টা করছে মোদি সরকার। মমতা বলেন, বাংলার উপর অত্যাচার ও অন্যায় সহ্য করতে না পেরে অরুণ ইস্তফা দিয়েছেন। এ জন্য তিনি তাঁকে স্যালুট করছেন।

কলকাতায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসেছিল গত সপ্তাহে। সেই টিমে ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং তৎকালীন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। শনিবার, অরুণ ইস্তফা দেওয়ার পরেই জানা যায়, বাংলায় অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও বেশি দফায় ভোট করার কেন্দ্রের ষড়যন্ত্র মানতে পারেননি তিনি। সেই কারণে পদত্যাগ। এই ঘটনা নিয়েই সুর চড়ান মমতা। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে বলপ্রয়োগের ক্ষেত্রে দিল্লির নেতাদের এবং তার শীর্ষ কর্তাদের চাপের কাছে নতি স্বীকার না করার জন্য আমি অরুণ গোয়েলকে স্যালুট জানাই। এটা প্রমাণিত হয়েছে যে তারা কী করতে চায়৷ নির্বাচনের নামে তারা ভোট লুট করতে চায়।“ বিষয়টি নির্বাচনের নামে ‘কলঙ্ক’ বলে তীব্র কটাক্ষ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

সভা মঞ্চ থেকে নাম না করে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তুলোধনা করেন মমতা। বলেন, “বিচারবিভাগকে করজোড়ে বলছি, জনগণ আপনাদের কাছে বিচারের জন্য যায়, আপনারা বিজেপির কুর্সিতে বসে বিচার করবেন না“। তৃণমূল সভানেত্রী তীব্র আক্রমণ করে বলেন, “দেখলেন তো, ওঁদের মুখোশ খুলে গিয়েছে। কেউটে সাপের থেকেও ভয়ঙ্কর। চেয়ারে বসেছিল কেউটে, বাইরে বেরিয়ে গোখরো। পায়ে হাত দিয়ে প্রণাম করছে বাবুর।“




spot_img

Related articles

বিশ্বকাপ জিতিয়েও খেলরত্নে ব্রাত্য হরমনপ্রীত-স্মৃতি, প্রশ্নের মুখে বিসিসিআইয়ের ভূমিকা

অর্জুনের মতোই খেলরত্নের (Khel Ratna Awarded ) তালিকায় নাম নেই কোনও ক্রিকেটারের। কিন্তু চলতি বছরেই ভারতীয় মহিলা ক্রিকেট...

ইকো পার্ক থেকে চিড়িয়াখানা, বড়দিনে শহর জুড়ে বিনোদন পার্কে উপচে পড়া ভিড়

ক্রিসমাসের আনন্দে (Christmas Celebration) মেতে উঠেছে বাংলা। জেলা থেকে রাজ্য সর্বত্র একই ছবি। শীতকালীন উৎসবের মরশুমে কলকাতার বিনোদন...

কনিষ্ঠকন্যার পর আগুনে ঝলসে মৃত্যু বিএনপি নেতার জ্যেষ্ঠকন্যারও

দিন কয়েক আগে বাংলাদেশে (Bangladesh) উন্মত্ত জনতার রোষে আগুনে ঝলসে মৃত্যু হয় বিএনপি নেতার সাত বছরের শিশুকন্যার। বুধবার...

পার্ক স্ট্রিটকে টক্কর দিঘার! বড়দিনে আলো আর লেজার শো-তে জমজমাট সৈকত শহর

বড়দিন মানেই আনন্দ। পার্ক স্ট্রিটের (Park Street) আলোকসজ্জা। পিকনিক। চিড়িয়াখানায় হুল্লোড়। তবে এবার তিলোত্তমাকে (Kolkata) রীতিমতো টক্কর দিচ্ছে...