গাড়ি দুর্ঘটনার পর দীর্ঘ ১৫ মাস মাঠের বাইরে ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ। অস্ত্রোপচারের পর এনসিতে রিহ্যাবে আছেন তিনি। মনে করা হচ্ছে আসন্ন ২০২৪ আইপিএল-এ মাঠে কামব্যাক করতে পারেন পন্থ। তবে আইপিএলে খেলবেন কি না তা এখনও স্পষ্ট নয়। তবে এরই মধ্যে আরেকটি প্রশ্ন ওঠে টি-২০ বিশ্বকাপে কি খেলবেন পন্থ? আর এই নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। তিনি জানান, সম্পূর্ণ ফিট থাকলে তবেই টি-২০ বিশ্বকাপে দলে পন্থকে নিয়ে বিবেচনা করবেন তাঁরা।

এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জয় শাহ বলেন, “ ও ভাল ব্যাটিং এবং কিপিং করছে। খুব তাড়াতাড়ি ওকে ফিট ঘোষণা করা হবে। যদি পন্থ টি-২০ বিশ্বকাপ খেলতে পারে তাহলে আমাদের কাছে সেটা খুব বড় ব্যাপার হবে। কারণ পন্থ আমাদের দলের সম্পদ। যদি ও কিপিং করতে পারে তাহলে বিশ্বকাপ খেলতে পারে। দেখা যাক আইপিএলে ও কেমন পারফর্ম করে।”

এদিকে সম্প্রতি আইপিএল-এর জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে দিল্লি ক্যাপিটালস। তবে সেই দলে নাম নেই পন্থের। সূত্রের খবর, পন্থের শারীরিক অবস্থা খতিয়ে দেখে তাঁকে এখনই খেলার ছাড়পত্র দিতে পারছেন না এনসি-এ চিকিৎসকেরা। তাই প্রাথমিক দলে নাম নেই পন্থের। তবে মনে করা হচ্ছে আইপিএল শুরু হওয়ার আগে ফিট সার্টিফিকেট পেয়ে যাবেন তিনি।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে কি করে এত ছক্কা হাঁকালো টিম ইন্ডিয়া? রহস্য ফাঁস দ্রাবিড়ের