Sunday, January 11, 2026

সন্দেশখালিকাণ্ডে জিয়াউদ্দিন মোল্লাকে গ্রেফতার করল সিবিআই

Date:

Share post:

সন্দেশখালিকাণ্ডে এবার জিয়াউদ্দিন মোল্লাকে গ্রেফতার করল সিবিআই। সিবিআইয়ের তলব পেয়ে সোমবার নিজাম প্যালেসে পৌঁছন সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা জিয়াউদ্দিন মোল্লা-সহ আরও বেশ কয়েকজন। সোমবার টানা জিজ্ঞাসাবাদের পর সন্ধেয় জিয়াউদ্দিনকে গ্রেফতার করল সিবিআই।

গত ৫ জানুয়ারি, সন্দেশখালির সরবেড়িয়ার আকুঞ্জপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। সিবিআই সূত্রে খবর, গত ৫ জানুয়ারি ইডি আধিকারিকদের উপর হামলার সময় উপস্থিত ছিলেন সরবেড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা।

প্রসঙ্গত, সিবিআইয়ের তলব পেয়ে সোমবার নিজাম প্যালেসে পৌঁছন সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা জিয়াউদ্দিন মোল্লা-সহ আরও বেশ কয়েকজন। রবিবারই শাহাজাহান ঘনিষ্ঠ এই তৃণমূল নেতাকে নোটিস পাঠায় ইডি। হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়। সেই মতোই সোমবার সিবিআই দফতর নিজাম প্যালেসে পৌঁছন জিয়াউদ্দিন-সহ ছয় তৃণমূল নেতা।ইতিমধ্যেই একাধিক অভিযোগের ভিত্তিতে শাহাজাহান শেখকে গ্রেফতার করেছে ইডি। রেকর্ড করা হয়েছে তাঁর বয়ান। এবার তাঁর ঘনিষ্ঠ জিয়াউদ্দিনেরও বয়ান রেকর্ড করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এদিকে, সোমবার থেকে ফের নতুন করে সন্দেশখালির তিন জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। রাজবাড়ি, সরবেড়িয়া এবং ধামাখালিতে জারি ১৪৪ ধারা জারি করা হয়েছে। আগামী ১৩ মার্চ পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা। সন্দেশখালি থানার নতুন ওসি গোপাল সরকার বলেন, “নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত।” এর আগেও দফায় দফায় সন্দেশখালির বিভিন্ন জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়।

আরও পড়ুন- কতটা ফিট পন্থ, খেলবেন কি আইপিএল-টি-২০ বিশ্বকাপ? মুখ খুললেন বোর্ড সচিব জয় শাহ

spot_img

Related articles

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...