Thursday, November 6, 2025

ভূমিপুত্রের উপর আস্থা! মেঘালয়ে প্রার্থী ঘোষণা করে মাস্টারস্ট্রোক তৃণমূলের

Date:

Share post:

সামনেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। ইতিমধ্যে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এমন আবহে পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেসও (TMC)। ইতিমধ্যে ৪২ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে চমক দিয়েছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে শুধু বাংলাতেই নয় আসন্ন লোকসভা ভোটে দলের তরফে আরও তিন রাজ্যে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উঠে আসে উত্তর প্রদেশ, মেঘালয় এবং অসমের নাম। এরই মধ্যে এবার মেঘালয়ের (Meghalaya) একটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে মাস্টারস্ট্রোক তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর। মেঘালয়ের তফসিলি জাতির জন্য সংরক্ষিত তুরা লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন জেনিথ সাংমা (Zenith Sangma)।

এদিকে রবিবারই ব্রিগেডের জনগর্জন মঞ্চ থেকেই বাংলার ৪২ লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর প্রার্থীতালিকায় যেমন হাতে গোনা কিছু নতুন মুখ রয়েছে, ঠিক তেমনই পুরনোদের উপর ভরসা রেখে বড় চমক দিয়েছে তৃণমূল। তবে রবিবাসরীয় ব্রিগেডের সভা থেকে ৪২ আসনে প্রার্থী ঘোষণার পরই জল্পনা শুরু হয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষণা মতো ৩ রাজ্যে কবে প্রার্থী ঘোষণা করবে তৃণমূল? অবশেষে সেই জল্পনার অবসান। শেষমেশ মেঘালয়ের তুরা লোকসভা কেন্দ্রে ভূমিপুত্র জেনিথ সাংমাকে প্রার্থী করে বড়সড় চমক দিল তৃণমূলের থিঙ্কট্যাঙ্ক। মেঘালয়ে তৃণমূলের রাজ্য সভাপতি মুকুল সাংমার ভাই জেনিথ সাংমা। তিনি মন্ত্রীর পাশাপাশি তুরার তিনবারের বিধায়ক তিনি। আর সেকারণেই পাহাড়ি এই অঞ্চলের সমস্ত খুঁটিনাটি একেবারে নখদর্পণে মুকুল সাংমার ভাইয়ের। আর সেকারণেই জেনিথের অভিজ্ঞতাকে কাজে লাগাতেই পাহাড়ি রাজ্যে জেনিথকে প্রার্থী করে ভোটের আগেই বিরোধীদের কড়া জবাব দিল ঘাসফুল শিবির।

সূত্রের খবর, মেঘালয়ের শিলং এবং তুরা দুটি লোকসভা আসন রয়েছে। তার মধ্যে তুরাতে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আর সেকারণেই তুরা আসন নিজেদের পকেটে ভরতে এবার ভূমিপুত্র জেনিথকে প্রার্থী করেই বড় চাল তৃণমূল কংগ্রেসের।

 

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...