Sunday, November 2, 2025

অটোচালক বাবার ছেলে, মহম্মদ সিরাজ এখন মার্সিডিজ-ল্যাম্বারগিনির মালিক

Date:

Share post:

স্বপ্নটা ছেড়েই দিয়েছিলেন। এক বন্ধুর ক্যাটারিংয়ের কাজে প্রতিদিন ২০০ টাকায় কাজ করতে যেতেন মহম্মদ সিরাজ।  সাদা টি শার্ট ও কালো প্যান্ট পরে বিভিন্ন অনুষ্ঠানে খাবার পরিবেশন করতেন তিনি। ক্রিকেটার মহম্মদ সিরাজের (Mohammed Siraj) জীবনটাই যেন আস্ত একটা রূপকথা। ছোট থেকেই তিনি ভালোবাসতেন ক্রিকেট খেলতে। কিন্তু ছোটবেলার ভালোবাসাকে যে পেশা করা যায়, তা কোনওদিনই ভাবেননি ভারতীয় পেশার মহম্মদ সিরাজ।

বুধবার ৩০ বছরে পা দিলেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। এদিন এক ভিডিও বার্তায় মহম্মদ সিরাজ জানান,  ‘২০১৯ সালে ক্রিকেট ছেড়ে দেব ভেবেছিলাম। কিন্তু সেই দুঃসময় আমার পাশে ছিলেন বাবা-মা ও দাদারা। ওরা আমাকে সবাই ক্রিকেটে মন দিতে বলেন।’  তার আগে পরিবারকে সামলাতেন বাবা। অটো চালিয়ে ১০ জনের পরিবারের মুখে খাবার তুলে দিতেন। কিন্তু বয়সের সঙ্গে তিনি কর্মক্ষমতা হারিয়ে ফেলতে থাকেন।

তবে এখন শখেই দারুন রুমালি রুটি ও চিকেনের নানান পদ রান্না করতে পারেন বলে নিজেই জানিয়েছেন ভারতীয় পেসার। বর্তমানে ভারতীয় দলের এ গ্রেড (Grade-A) ক্রিকেটার মহম্মদ সিরাজ। যাঁর বছরে মোট আয়ের পরিমাণ ২৫ কোটি টাকা। বোর্ডের বাৎসরিক চুক্তি থেকে পান ৫ কোটি। আইপিএল-এ খেলে পান ১০ কোটি টাকা। এছাড়া, স্পনসর ও বিজ্ঞাপন ও সারা বছর বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ খেলে পান আরও ১০ কোটি টাকা।

হায়দ্রাবাদের বানজারা হিলসে রয়েছে সিরাজের প্রাসাদোপম বাড়ি। বাড়ির মধ্যে রয়েছে সুইমিং পুল, জিমন্যাসিয়াম, থিয়েটার হলও। রয়েছে পাঁচটি বিলাসবহুল গাড়ি, যার মধ্যে রয়েছে বিএম ডব্লুউ, ল্যাম্বারগিনি, মার্সিডিজও রয়েছে কিছু ব্যবসাও, যা এখন দেখাশোনা করেন মহম্মদ সিরাজের দাদারা।

spot_img

Related articles

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...

শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

জাতীয় মহিলা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপির নির্দেশ মেনে ও রাজনৈতিক স্বার্থে কাজ করছে...