Saturday, August 23, 2025

বিজেপিতেই ফিরলেন অর্জুন, ব্যারাকপুরে পার্থর বিরুদ্ধে ভোটেও লড়বেন

Date:

Share post:

অনেক টালবাহানার পর শেষপর্যন্ত বিজেপিতেই নাম লেখালেন ব্যারাকপুরের (Barrackpore) সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। যদিও তিনি খাতায় কলমে বিজেপির সাংসদ (BJP MP) ছিলেন। ২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন। টিকিটও পেয়েছিলেন ব্যারাকপুর থেকে। জিতে সাংসদ হয়েছিলেন। তবে বিজেপির প্রতি মোহভঙ্গ হওয়ায় ফের তৃণমূলে ফেরেন তিনি। কিন্তু লোকসভা ভোট (Loksabha ELection) ব্যারাকপুর থেকে তৃণমূল তাঁকে টিকিট দেয়নি। পরিবর্তে নৈহাটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে (Partha Bhowmik) প্রার্থী করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

এরপর থেকেই জোর জল্পনা ছিল অর্জুন ফের বিজেপিতে ফিরবেন। তবে সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়ে ছিলেন রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতা সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ। কিন্তু শুভেন্দু অধিকারী অর্জুনকে ফিরিয়ে নেওয়ার পক্ষেই ছিলেন। কারণ, ব্যারাকপুর চত্বরে সেই অর্থে বিজেপির কোনও সাংগঠনিক ও দাপুটে নেতা নেই। তবে অর্জুন প্রবল আপত্তি রয়েছে ওই এলাকার বিজেপি কর্মী সমর্থকদের। তাঁরা প্রকাশ্যে বলতে শুরু করেছিলেন, অর্জুন সিংকে দলে ফেরালে তাঁরা বসে যাবেন।

এমন টালবাহানার মাঝেই বুধবার মধ্যরাতে কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের মধ্যে ভারচুয়ালি দীর্ঘ বৈঠক হয়। সেখানেই অর্জুনকে ফের একবার দলে ফেরানো হয়। সুকান্ত বা দিলীপের আপত্তি সত্ত্বেও শুভেন্দুর ইচ্ছায় দিল্লি নেতৃত্ব অর্জুনকে দলে ফেরানোয় সবুজ সঙ্কেত দেয়। বিজেপি সূত্রে খবর, অর্জুন সিংকে ফের ব্যারাকপুরেই টিকিট দিতে চলেছে বিজেপি। সেক্ষেত্রে পার্থ ভৌমিকের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে অর্জুনকে।

 

spot_img

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...