Friday, November 28, 2025

আসুন ময়নাগুড়ির মাঠে: অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ করে আসবে বিজেপি!

Date:

Share post:

বিজেপিকে (BJP) এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের (TMC) সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার বিকেল ৩টের মধ্যে ময়নাগুড়ি টাউন ক্লাবের মাঠে রাজ্য বিজেপিকে  মনরেগা (MANREGA) ও আবাস যোজনার (Awas YOjna) শ্বেতপত্র (White Paper) সঙ্গে নিয়ে আসতে বললেন তিনি। এদিন দুপুরেই ময়নাগুড়ির ওই মাঠে সভা করবেন অভিষেক। আর তার আগেই বিজেপিকে(BJP) হুঙ্কার তৃণমূল (TMC) সাংসদের। বৃহস্পতিবারই মনরেগা ও আবাস যোজনায় কেন্দ্র এক পয়সাও বরাদ্দ করেনি বলে এক্স হ্যান্ডেলে মোদি সরকারকে কড়া আক্রমণ করেন অভিষেক। তিনি সাফ জানান, “মিথ্যাচার করার জন্যই জনগণের টাকা নয়ছয় করছে কেন্দ্রের বিজেপি সরকার”। এরপরই বিজেপিকে মুখোমুখি বসে তর্কের কথা জানান। আর অভিষেকের চ্যালেঞ্জের পর নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তর্জন, গর্জন শুরু বঙ্গ বিজেপির। অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ করে গেরুয়া শিবিরের তরফে বিতর্কের জন্য প্রতিনিধি পাঠানোর কথা জানানো হয়। তবে মুখের বা সোশ্যাল মিডিয়ায় লাফালাফি করলেও অভিষেকের সামনে বঙ্গ বিজেপির কোনও প্রতিনিধি আদৌ কী আসবেন নাকি পুরোটাই কথার কথা? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

বৃহস্পতিবার ময়নাগুড়িতে সভা করবেন অভিষেক। আর তার আগেই এদিন সকালে নিজের এক্স হ্যান্ডেলে বাংলাকে বঞ্চনার প্রতিবাদে ফের আক্রমণাত্মক তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে কেন্দ্রের মোদি সরকারকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক আরও লেখেন, আমি বিজেপি নেতৃত্বকে আমার সঙ্গে মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ জানাচ্ছি। পাশাপাশি তিনি ভুল হলে তা প্রমাণের জন্য বিজেপিকে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জও জানিয়েছেন তিনি। এরপরই নিজেদের মিথ্যাচার ধামাচাপা দিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট চালাচালি শুরু করে বিজেপি। অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ করে বঙ্গ বিজেপির তরফে ময়নাগুড়িতে প্রতিনিধি পাঠানোর কথা ঘোষণা করা হয়। এরপর অভিষেক সময়, তারিখ ও স্থানের উল্লেখ করে তাঁদের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।

রবিবারই ব্রিগেডের জনগর্জন সভার মঞ্চ থেকে লোকসভার ৪২ আসনে প্রার্থী ঘোষণা করে তৃণমূল। আর তারপর বুধবার থেকেই দলের নির্দেশ মতো প্রার্থীদের নিয়ে নির্বাচনী কেন্দ্রে প্রচার শুরু হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ‘অধিকার যাত্রা’। এদিকে বৃহস্পতিবারই জলপাইগুড়িতে সভা করার কথা রয়েছে অভিষেকের। তার আগেই বাংলার বিরুদ্ধে বঞ্চনার প্রসঙ্গ তুলে ১০০ দিনের কাজ ও আবাস যোজনায় যে কেন্দ্র এক পয়সাও বরাদ্দ করেনি সেই সত্য সামনে আনলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক।

 

 

spot_img

Related articles

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...

বছর শেষে মার্কিন বাণিজ্য চুক্তিতে ফয়সালা: তার আগেই ভারত সফরে পুতিন!

ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald...

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...