Friday, August 22, 2025

আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা-সহ একাধিক জেলায় ঝড়-বৃষ্টি! বড় আপডেট হাওয়া অফিসের

Date:

Share post:

ঝড়-বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবারই দিয়েছিল আবহাওয়া দফতর (Weather Office)। সেই মতোই শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির (Rain) সম্ভাবনা কলকাতা(Kolkata)-সহ রাজ্যের একাধিক জেলায়। শুক্রবার হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উপকূলের জেলা এবং পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হবে। তবে শনিবার ও মঙ্গলবার অন্যান্য দিনের তুলনায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার সকালে সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা(Temperature) ছিল ২৬.৫ ডিগ্রি।

তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। কিন্তু শনিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। পাশাপাশি শুক্রবার বেশ কয়েকটি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর। অন্যদিকে এদিনও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান, এই সাতটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলা বৃষ্টিতে ভিজতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। আবার বিদর্ভ থেকে তামিলনাডু পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যে অক্ষরেখাটি তেলেঙ্গানার ওপর দিয়ে বয়ে গিয়েছে। এছাড়াও অসম, মধ্যপ্রদেশ, কর্ণাটক এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে আবহাওয়ার এমন খামখেয়ালিপনা লক্ষ্য করা যাচ্ছে। এদিন আলিপুর আরও জানিয়েছে, ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। এই ৬ জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।

spot_img

Related articles

কেরালায় ‘গণধর্ষণে’র শিকার মহেশতলার তরুণী, সাহায্যে টিম পাঠালেন সাংসদ অভিষেক

বামশাসিত কেরালায় (Kerala) গণধর্ষণের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক! নির্যাতিতা পাশে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বেনজির! সাংবাদিক বৈঠক ছাড়াই জয়েন্টের মেধা তালিকা প্রকাশ, সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বেনজির। নির্ধারিত সময়ের আগেই সাংবাদিক বৈঠক ছাড়াই ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই...

রাজনীতি করতে বাংলায় ‘পর্যটক’ মোদির আগমনে প্রধানমন্ত্রীকে ৫ প্রশ্ন তৃণমূলের

ছাব্বিশের ভোটের (WB Assembly Election) কথা মাথায় রেখে নির্বাচন পূর্ববর্তী 'নাটক' করতে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে বিজেপির...

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...