Monday, August 25, 2025

স্বাধীন ভারতের সর্ববৃহৎ দুর্নীতি বিজেপির ইলেক্টোরাল বন্ড, অমিত শাহের পাল্টা দাবি সাংসদ সাকেতের

Date:

Share post:

বিজেপির ইলেক্টোরাল বন্ড ব্যবস্থাকে স্বাধীন ভারতের সর্ববৃহৎ দুর্নীতি বলে দাবি তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলের। ইলেক্টোরাল বন্ডের তথ্য প্রকাশ্যে আসার পর কার্যত মুখ পুড়েছে বিজেপির। তড়িঘড়ি নিজেদের দিক থেকে সাফাই দিতে মাঠে নামতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। যদিও বিজেপির প্রাপ্ত অর্থের ব্যাখ্যা দিতেও ব্যর্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। গোটা দেশের মানুষকে ধর্মীয় লড়াইতে মাতিয়ে দিয়ে গত ১০ বছর ধরে কোটি কোটি টাকা নিজেদের টাঁকশালে জমা করেছে বিজেপি, এমনটাও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দাবি করেন তৃণমূল সাংসদ।

অমিত শাহ দাবি করেছিলেন ইলেক্টোরাল বন্ড নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক দলগুলি যে অপপ্রচার চালাচ্ছে, বন্ড সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশিত হলে তাদের মুখ বন্ধ হবে। যদিও বিজেপির পক্ষে ৬ হাজার কোটি টাকার বন্ড নিয়ে কোনও তথ্য পেশ করতে পারননি তিনি। তাঁর দাবি বিজেপির বন্ড থেকে ৩০৩ জন সাংসদের মিলিত আয় ওই টাকা। আর এখানেই অমিত শাহের মিথ্যাচারের পর্দাফাঁস করেছেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। তাঁর প্রশ্ন, বিজেপির ৩০৩ জন সাংসদের জন্য এই বন্ডে টাকা আদায় হয়েছে শুধুমাত্র? পরাজিত আসনে কী বিজেপি নির্বাচনে অংশ নেয়নি? তাহলে বন্ড থেকে প্রাপ্ত অর্থ শুধুমাত্র জয়ী সাংসদদের হিসাব হিসাবে কেন পেশ করা হচ্ছে?

সেই সঙ্গে তিনি মনে করিয়ে দেন নির্বাচনী বন্ডে এই অর্থ বিগত ১০ বছর ধরে আদায় করে আসছে বিজেপি। তার মধ্যে বিধানসভা নির্বাচনও রয়েছে। অর্থাৎ যে প্রত্যেকটি আসনে বিজেপি নির্বাচনে অংশ গ্রহণ করেছে সেই সব আসনের জন্য এই তোলাবাজি চালিয়েছে বিজেপি। পাশাপাশি অন্যান্য যে কোনও রাজনৈতিক দলের থেকে কেন বিজেপি এত হাজার কোটি টাকা বেশি পেয়েছে নির্বাচনী বন্ডে তার দুটি স্পষ্ট যুক্তি পেশ করেন সাংসদ। ইলেক্টোরাল বন্ডে টাকা দিলে বিভিন্ন কাজের বরাত পাওয়ার প্রলোভন ক্ষমতায় থেকে বিজেপির পক্ষেই দেখানো সম্ভব। দ্বিতীয়ত, সংস্থাগুলিতে ইডি, সিবিআই পাঠিয়ে তাদের তদন্তের ভয় দেখানো হয়েছে। তারা ইলেক্টোরাল বন্ডে টাকা দিলেই রাতারাতি তাদের বিরুদ্ধে তদন্ত বন্ধ হয়ে গিয়েছে। এই ব্যাখ্যার সঙ্গেই সাংসদের দাবি বিশ্বের কোনও সভ্য দেশে এভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তোলাবাজি সম্ভব না।

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...