তৃণমূল শিক্ষা সেলের প্রাথমিক ও মাধ্যমিক সমিতির নয়া কমিটি গঠন করলেন শিক্ষামন্ত্রী তথা সেলের চেয়ারম্যান ব্রাত্য বসু। শিক্ষা সেলের প্রাথমিক সমিতির সভাপতি করা হয়েছে মইদুল ইসলাম মোল্লাকে। কার্যকরী সভাপতি হয়েছেন, পলাশ সাধুখাঁ। সহ সভাপতি হয়েছেন স্বাতী বিশ্বাস, মৌমিতা অধিকারী ও শান্তনু দে। সাধারণ সম্পাদক মানস পাল।

অপরদিকে, শিক্ষা সেলের মাধ্যমিক সমিতির সভাপতি করা হয়েছে ডঃ সুব্রত গুহকে। কার্যকরী সভাপতি হয়েছেন প্রীতম কুমার হালদার। সহ সভাপতি হয়েছেন তাপস বৈদ্য, দেবাশিস মাইতি, শান্তনু কুণ্ডুকে। সাধারণ সম্পাদক বিজন সরকার।


আরও পড়ুন- রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীর সমর্থনে মহিলা তৃণমূলের অভিনব বাইক র্যালি
