ইলেক্টোরাল বন্ড ইস্যুর পর সতর্কতা, সবরকম লেনদেনে নজর কমিশনের

শুধু নগদ আর্থিক লেনদেন নয়, যে কোনও ধরনের দ্রব্য যেমন পোশাক, খাবার, মদ ইত্যাদির আদানপ্রদান, যাতে ভোটারদের প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে, তাতে নজর থাকবে।

রাজনৈতিক দলকে ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে টাকা দেওয়ার বিজেপির যে নোংরা রাজনীতির খেলায় নির্বাচনের আগে বিতর্ক শুরু হয়েছে, তার প্রভাব নির্বাচন কমিশনের ওপরও অনেকাংশে পড়েছে। নির্বাচনে আর্থিক লেনদেন নিয়ে স্বচ্ছতা বজায় রাখতে ঘটা করে ২২টি এজেন্সিকে যে যুক্ত করতে বাধ্য হয়েছে কমিশন, শনিবার ভোটের দিনক্ষণ প্রকাশের সময় সে কথা স্বীকার করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।

১৮ তম লোকসভা নির্বাচনে সব ধরনের আর্থিক লেনদেনের ওপর নজরদারি চালানো হবে এই ২২ এজেন্সির মাধ্যমে, স্পষ্ট করে দিলেন রাজীব কুমার। নগদ অর্থের লেনদেন কোথাও হলে তার উৎস কী, কোন পথে সেই টাকা এসেছে, সবেতেই থাকবে নজরদারি। অন্যদিকে এজেন্সির মাধ্যমে অনলাইন লেনদেনের ওপরও থাকবে নজরদারি।

তবে শুধু নগদ আর্থিক লেনদেন নয়, যে কোনও ধরনের দ্রব্য যেমন পোশাক, খাবার, মদ ইত্যাদির আদানপ্রদান, যাতে ভোটারদের প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে, তাতে নজর থাকবে। আন্তর্জাতিক সীমান্তে যেমন বিএসএফের মাধ্যমে কড়া নজরদারি থাকবে, তেমনই আন্তঃরাজ্য সীমানাতেও থাকবে নজরদারি।

নজরদারি চালানো হবে সব ধরনের পরিবহনক্ষেত্রে। রেলপথে জিআরপি ও আরপিএফ পরীক্ষা করবে লাগেজ। সব বিমানবন্দরকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে বাণিজ্যিক বিমান পরিবহন হয় না সেক্ষেত্রে হেলিকপ্টারেও নজরদারি চালানো হবে কোনও রকম আর্থিক লেনদেন বিষয় জড়িত রয়েছে কি না জানতে।