Tuesday, July 1, 2025

গার্ডেনরিচের বহুতল-বিপর্যয়ে উদ্ধারকাজ এগোতেই বাড়ছে মৃতের সংখ্যা, আর্থিক সাহায্য ঘোষণা রাজ্যের

Date:

Share post:

বেলা গড়াতেই গার্ডেনরিচের (Gardenrich) বহুতল ভেঙে পড়ার ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা। এখনও ৬জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও কয়েকজন ধ্বংসস্তূপের নীচে আটকে আছেন। উদ্ধারকাজ শেষ হতে বিকেল হয়ে যেতে পারে বলে দমকল সূত্রে খবর।

এখনও পর্যন্ত যে ৬জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে তাঁরা হলেন,
১। আকবর আলি (৩৪)
২। রিজওয়ান আলম (২৩)
৩। মহম্মদ ওয়াসিক (১৯)
৪। হাসিনা খাতুন (৫৫)
৫। শামা বেগম (৪৪)
৬। মহম্মদ ইমরান (২৭)

রবিবার মধ্যরাতে গার্ডেনরিচের (Gardenrich) নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে। বেশ কয়েকটি টালির চালের বাড়ি গুঁড়িয়ে যায়। রাতেই সেখানে পৌঁছন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম (Firad Hakim)। যান দমকলমন্ত্রী সুজিত বসুও (Sujit Basu)। তাঁরা সারা রাত এলাকায় ছিলেন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে উদ্ধারকাজ যত এগোতে থাকে, ততই মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। প্রশাসন সূত্রে খবর, মৃতেরা হলেন শামা বেগম, হাসিনা খাতুন, রিজওয়ান আলম, আকবর আলি, মহম্মদ ওয়াসিক ও মদম্মদ ইমরান। ধ্বংসস্তূপ থেকে যাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তাঁদের চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এখনও পর্যন্ত আহতের সংখ্যা ১৬ জন। তবে ধ্বংসস্তূপের নীচে আরও কেউ কেউ আটকে রয়েছেন বলে আশঙ্কা।

যে চার জনকে চিকিৎসার পর এসএসকেএম থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তাঁরা হলেন, জাহারা বেগম, মহম্মদ আসলাম, শাহিনা খাতুন এবং নুর সালিম ইসলাম। এখনও পর্যন্ত ১২ জন চিকিৎসাধীন। তিন জন শিশুও রয়েছে।

সোমবার, সকালে আহত অবস্থাতেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এলাকা ঘুরে দেখেন এবং হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন। অভিযুক্ত বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দেন তিনি। এরপরেই গ্রেফতার করা হয় অভিযুক্ত প্রোমোটরকে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, খুবই দুঃখজনক ঘটনা। প্রশাসন উদ্ধারকাজ চালাচ্ছে। বিরোধীদেরও উচিত এখন সমালোচনা না করে উদ্ধারকাজে হাত লাগানো, পাসে থাকা। সরকারের তরফে মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা এবং আহতদের এক লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানান ফিরহাদ।




spot_img

Related articles

জগাছায় একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

হাওড়ার জগাছা হাটপুকুর এলাকায় তিন জনের রহস্য মৃত্যুর (Mysterious death) ঘটনাকে কেন্দ্র চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে একটি ফ্ল্যাটের...

ডুরান্ডের অদ্ভূত সিদ্ধান্তে সমস্যায় মোহনবাগান-ইস্টবেঙ্গল

ডুরান্ডের (Durand) অদ্ভূত সিদ্ধান্ত। আর তাতেই সমস্যায় দুই প্রধান মোহনবাগান (Mohunbagan) ও ইস্টবেঙ্গল (Eastbengal)। ডুরান্ড কাপ আদৌ হবে...

মন্ত্রীর বক্তব্যের অপব্যাখ্যা! কুৎসার জবাব দিলেন মানস ভুঁইয়া

আইন কলেজের ছাত্রীর ধর্ষণের ঘটনায় রাজ্য প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে তাতে রাজনৈতিক দল থেকে নির্যাতিতার পরিবার আস্থা প্রকাশ...

কার্তিক মহারাজের গ্রেফতারির দাবিতে উত্তাল বেলডাঙা! থানার সামনে বিক্ষোভ মহিলাদের 

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু কার্তিক মহারাজের অবিলম্বে গ্রেফতারির দাবিতে মঙ্গলবার উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের বেলডাঙা। সকাল থেকে...