Wednesday, November 5, 2025

যোগী সরকারের ‘গণবিবাহ প্রকল্পে’ ফের বড়সড় দুর্নীতি! টাকা হাতাতে নিজের ভাইকেই বিয়ে করলেন দিদি

Date:

Share post:

মুখ্যমন্ত্রী গণবিবাহ প্রকল্পে (Chief Minister Mass Marriage Scheme) টাকা হাতানোই লক্ষ্য! আর সেই টাকা হাতে পেতেই বড়সড় কাণ্ড ঘটালেন যোগীরাজ্যের (Yogi State) এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাপে উত্তর প্রদেশের যোগী সরকার (Yogi Adityanath Govt)। সূত্রের খবর, যোগীরাজ্যে ‘গণবিবাহের’ নামে দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সেই দুর্নীতিই যেন একপ্রকার আকাশছোঁয়া হয়ে গিয়েছে। ‘মুখ্যমন্ত্রী গণবিবাহ প্রকল্পে’ রাজ্যের কনেদের ৫১ হাজার টাকা দেয় যোগী সরকার। আর সেই টাকা হাতাতেই এবার সবকিছু ভুলে নিজের দিদির সঙ্গেই সাত পাকে বাঁধা পড়লেন উত্তর প্রদেশের লক্ষ্মীপুরের বাসিন্দা কৃষ্ণ যাদব। তবে এই কারসাজিতে মাস্টারমাইন্ড ছিলেন দিদি (কনে) প্রীতি যাদবই। প্রকল্পের টাকা নিজেদের পকেটে পুরতে ভুয়ো কাগজপত্র তৈরি করা থেকে শুরু করে নিজের ভাইকেই বিয়ে করার পরিকল্পনা করেন প্রীতি। তিনি ভেবেছিলেন ভাইকে বিয়ে করে প্রকল্পের পুরো টাকাটাই নিজের হাতে পাবেন। কিন্তু কোথায় কী? সবকিছু ঠিক থাকলেও বাঁধ সাধে তাঁদের বিয়ের একটি ভিডিও। আর সেই ভিডিও ভাইরাল হতেই তড়িঘড়ি নিজেদের মুখ বাঁচাতে আসরে নামতে বাধ্য হয় যোগী সরকার।

 

পরে বিষয়টি খতিয়ে দেখতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য! সরকারের খাতায় নিজেকে বিবাহিত দেখিয়ে টাকা হাতানোর জন্য নিজেরই ভাই কৃষ্ণের সঙ্গে ষড়যন্ত্র করেন তিনি। যদিও সরকারি পঞ্চায়েত আধিকারিকের উপস্থিতিতেই একেবারে রীতি মেনে বিয়ে সম্পন্ন হওয়ার পর বিয়ের ছবি তুলে সরকারের কাছে টাকার অনুমোদনের জন্য পাঠানো নয়। আর তাতেই বাঁধে গণ্ডগোল। পরে জানা যায়, প্রীতি নাকি আগে থেকেই বিবাহিত। এলাকারই রমেশ নামে এক ব্যক্তির সঙ্গে আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এমন অভিযোগ তুলে স্থানীয় পুরন্দরপুর থানায় তাঁদের দুজনের বিরুদ্ধেই এফআইআর দায়ের করেন খোদ এডিও চন্দন পাণ্ডে। শুধু তাই নয়, ভুয়ো বিয়ের আসরে উপস্থিত ছিলেন কাজরি গ্রাম পঞ্চায়েতের সরকারি আধিকারিক মিলিন্দ চৌধুরী। ইতিমধ্যে, ঘটনায় তাঁর ‘কারসাজি’ সামনে আসতেই নিজেদের মুখ বাঁচাতে ওই সরকারি আধিকারিককে বরখাস্ত করেছে যোগী সরকার। পাশাপাশি ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইন্দ্রেশ ভারতী নামে আরও এক সরকারি কর্মীকেও বরখাস্ত করা হয়েছে বলে খবর।

যদিও বিষয়টি প্রকাশ্যে আসতেই যোগী সরকারের সমালোচনায় সরব বিরোধীরা। তাঁদের অভিযোগ, গণবিবাহের নামে দুর্নীতি করতেই এটা যোগী সরকারের নয়া চাল। কীভাবে একজন মেয়ে নিজের বিয়ে লুকিয়ে এবং ভুয়ো পরিচয় দিয়ে টাকার দাবি করতে পারে তা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন। যদিও গণবিবাহে দুর্নীতির বিষয় সামনে আসতেই নড়েচড়ে বসেছে যোগী সরকার। ইতিমধ্যেই উত্তর প্রদেশের একাধিক প্রান্ত থেকে কমপক্ষে ১৭ বর কনেকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি চাপে পড়তেই প্রতিটি বিয়ে খতিয়ে দেখতে গঠন করা হয়েছে ৩ সদস্যের কমিটি। তবে কমিটির তরফে সাফ জানানো হয়েছে আগে কনেকে টাকা চেয়ে সরকারের কাছে আবেদন করতে হবে। আর সেই আবেদন জমা পড়লেই তা খতিয়ে দেখে টাকা তুলে দেওয়া হবে।

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...