Thursday, November 13, 2025

C. V. Ananda Bose: বিধানসভায় পাশ হওয়া দুটি বিলে অনুমোদন রাজ্যপালের

Date:

Share post:

বিধানসভায় পাশ হওয়া দুটি বিলে সম্মতি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপাল মঙ্গলবার ওয়েস্ট বেঙ্গল ফিসকাল রেসপনসিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট (সংশোধনী) বিল, ও হাওড়া মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (সংশোধনী) বিল দুটিকে অনুমোদন দিয়েছেন বলে রাজভবনের তরফে জানানো হয়েছে। হাওড়া পুরসভা সংক্রান্ত বিলটি আজই রাজ্যপালের কাছে পাঠানো হয়েছিল। রাজ্যপালের স্বাক্ষরের পর বিলগুলি ইতিমধ্যে নবান্নে পাঠানো হয়েছে।

এর আগে গত ১৬ মার্চ দু’টি বিলে স্বাক্ষর করেন রাজ্যপাল। তারমধ্যে ছিল বিধায়কদের বেতন সংক্রান্ত বিল ‘বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি (সদস্যদের বেতন) (সংশোধন) বিল, এবং ‘পশ্চিমবঙ্গ বেতন ও ভাতা (সংশোধনী) বিল। ফলে, বিল প্রাপ্তির দিনেই সম্মতি দিয়ে নজির সৃষ্টি করলেন রাজ্যপাল। কারণ, রাজ্যপালের স্বাক্ষরের জন্য একাধিক বিল আটকে রয়েছে বলে বহুদিন ধরেই অভিযোগ করছিল রাজ্য সরকার। ২০১৩ সাল থেকে বিধানসভায় পাশ হওয়া ২২টি বিল রাজভবনে আটকে রয়েছে বলে দাবি রাজ্য সরকারের। একপ্রকার তারই জবাব দিতে রাজ্যপাল সম্মতি দিয়েছেন বলে মনে করছে অভিজ্ঞমহল।

যদিও রাজভবন সূত্রে আরও দাবি, রাজ্যপালের কাছে কোনও বিল পড়ে নেই। বরং, পশ্চিমবঙ্গ বিধানসভা দ্বারা পাস করা বিলগুলির নিষ্পত্তিতে নতুন কন্ট্রোল রুম চালু করেন তিনি। বিলের গুরুত্ব অনুযায়ী ওই কর্মসূচির অধীনে সংশ্লিষ্ট মন্ত্রী/অথবা সচিবের সঙ্গে আলোচনার ভিত্তিতে জায়গায় বসে বিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়। এমনকী সরকার ও বিধানসভার মধ্যে সমন্বয়ের জন্য রাজ্যপাল রাজভবনে ৩ সদস্যের একটি নতুন সেলও গঠন করেছেন। যেখানে রয়েছেন রাজ্যপালের সচিবালয়ের অধিকারিকরা।

যে ২২ টি বিল আটকে রাখার অভিযোগ তোলা হয় সে বিষয়ে বিস্তারিত তথ্যও রাজ্য সরকারকে জানিয়েছে রাজভবন। তাতে স্পষ্ট যে, ১২ টি বিল রাজ্য সরকারের কাছে ব্যাখ্যার জন্য মুলতুবি রয়েছে। একটি বিলে রাষ্ট্রপতি কিছু শর্ত-সহ সম্মতি দিয়েছেন। ২টি বিল রাষ্ট্রপতির বিবেচনার জন্য অপেক্ষা করছে। আর ৭টি বিশ্ববিদ্যালয়ের বিষয় সম্পর্কিত বিল। যা এখন বিচারাধীন।

আরও পড়ুন- “বিজেপি প্রার্থী দেওয়ার আগেই আমরা নির্বাচন শেষ করে দেব”! দাবি তৃণমূল নেতার

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...