Saturday, August 23, 2025

“অতীতের অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত”! দিনহাটায় রাজ্যপালের ‘তদারকি’ প্রসঙ্গে পাল্টা উদয়ন

Date:

Share post:

লোকসভা নির্বাচনে (Loksabha Election) একেবারে ‘গ্রাউন্ড জিরো’ (Ground Zero) থেকে তদারকি করবেন বলে জানিয়েছিলেন। আর নিজের কথা রাখতেই এবার অশান্ত দিনহাটাকে (Dinhata) ‘শান্ত’ করার লক্ষ্যে অবিচল রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Anand Bose)। বুধবার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে দিনহাটা যাচ্ছেন রাজ্যপাল। দুপুর সাড়ে ১২ টার বিমানে তিনি দিনহাটার উদ্দেশে রওনা হবেন বলে রাজভবন সূত্রের খবর। দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নেমে বিকেলেই তিনি পৌঁছে যাবেন দিনহাটায়। এদিন দিনহাটা পরিদর্শনের পর রাতে কোচবিহারে থাকবেন রাজ্যপাল, রাজভবন সূত্রে এমনটাই খবর। লোকসভা নির্বাচনের আগে মঙ্গলবার রাতে দিনহাটার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) প্ররোচনায় রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে দিনহাটা। নিশীথ ও তাঁর সমর্থকদের আঘাতে আক্রান্ত হন দিনহাটার এসডিপিও ধীমান মিত্র ও দিনহাটা থানার দুই পুলিশ। এছাড়াও তৃণমূল কংগ্রেসের প্রায় দশ জন কর্মী আহত হন বলে অভিযোগ। এমনকি নিজের কনভয় থেকে নেমে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের দিকে নিশীথ প্রামাণিক তেড়েও যান বলে অভিযোগ। এদিকে ঘটনাকে কেন্দ্র করে অশান্ত দিনহাটায় বুধবার ২৪ ঘণ্টা বনধের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)।

যদিও ঘটনার বিস্তারিত রিপোর্ট মঙ্গলবার রাতেই চেয়ে পাঠিয়েছে রাজভবন। আর বুধবার বিকেলে সেই দিনহাটা পরিদর্শনে যাচ্ছেন রাজ্যপাল। তবে রাজ্যপালের ‘তদারকি’ প্রসঙ্গে এদিন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী জানান, অতীতেও এখানে অনেকবারই অনেক রাজ্যপাল এসেছেন। কিন্তু সেই অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত। রাজ্যপাল আসতেই পারেন কিন্তু অনুরোধ করব তিনি যেন বিজেপির নেতাদের কথায় না চলে সাধারণ মানুষের কথার বেশি গুরুত্ব দেন। উদয়ন আরও বলেন, ঘটনার প্রতিবাদে আমরা বনধ ডেকেছি। সাধারণত আমরা বনধ সমর্থন করি না। কিন্তু বিশেষ পরিস্থিতিতে প্রতিবাদ হিসাবে এই বনধ ডাকা হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিয়েছেন। তবে মঙ্গলবারের গন্ডগোল বিজেপি পরিকল্পনামাফিক করেছে বলেও অভিযোগ উদয়নের। পাশাপাশি তাঁর চ্যালেঞ্জ গন্ডগোলে যদি তাঁর কোনওরকম ভূমিকা রয়েছে বলে দেখতে পান রাজ্যপাল, তাহলে তিনি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেবেন। এদিকে ঘটনার জেরে ইতিমধ্যে নিশীথ প্রামানিক সহ ৫০ জন গেরুয়া সমর্থকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...