বৃহস্পতিবারের সকালে দেশের বিভিন্ন প্রান্তে ভূমিকম্প (Earthquake in Country)। আপনি কি টের পেলেন? সিকিম (Sikkim) থেকে শুরু করে অরুণাচল প্রদেশ (এখানে আবার আফটার শকও অনুভূত হয়েছে), মহারাষ্ট্র (Maharastra), এমনকী পড়শি দেশ ভুটানেও ভূমিকম্প হয়। কোথাও মধ্যরাতে তো কোথাও ভোরবেলা, কম্পন অনুভূত হলো সর্বত্র। তবে তীব্রতা বেশি না হওয়ায় সাধারণ মানুষের তা বোধগম্য হয়নি।

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ধরা পড়েছে ৩.৭। অরুণাচল প্রদেশের পশ্চিম কামেঙ্গে এই ভূমিকম্প হয়। উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এ ঘটনা মধ্যরাতের। এরপর ভোর ৩ টে ৪০ মিনিট নাগাদ দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে ওই ভূমিকম্পের উৎসস্থল এবং কম্পনের মাত্রা ৩.৪। এদিন ভোর ৬টা নাগাদ সিকিমের দক্ষিণ-পূর্বে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.১।মহারাষ্ট্রের হিঙ্গোলিতে কম্পনের মাত্রা ছিল সবথেকে বেশি, ৪.৫। ভোর ছটা বেজে আট মিনিটে এই ভূমিকম্প হয়। যদিও কোথাও ক্ষয়ক্ষতির খবর নেই।
