Wednesday, January 14, 2026

উচ্চ মাধ্যমিকে নয়া সিলেবাসের বই মিলবে কবে? জানিয়ে দিল শিক্ষা সংসদ

Date:

Share post:

উচ্চ মাধ্যমিক পরীক্ষার কাঠামো বদলে গিয়েছে। শুরু হতে চলেছে সেমেস্টার প্রক্রিয়া। সেই অনুযায়ী ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে বছরে দুবার হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। নতুন সিলেবাস নিয়ে ইতিমধ্যেই, প্রকাশকদের সঙ্গে বৈঠক সেরেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই পরিস্থিতিতে কবে একাদশ শ্রেণির নয়া সিলেবাসের বই বাজারে আসবে তা নিয়ে উঠেছিল প্রশ্ন। কতদিনের মধ্যে একাদশ শ্রেণির প্রথম সেমেস্টারের বই প্রকাশ করতে হবে, তার সময়সীমা বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে, প্রথম সেমেস্টারের ক্লাস শুরুর আগেই ছাত্র-ছাত্রীদের হাতে বই পৌঁছে দিতে হবে। সেক্ষেত্রে, আগামী ২২ এপ্রিলের মধ্যে একাদশ শ্রেণির প্রথম সেমেস্টারের বই বাজারে আনতে হবে প্রকাশকদের।

প্রথম সেমেস্টারের বই বাজারে এলে তারপরই, দ্বিতীয় সেমেস্টারের বই প্রকাশের উপর জোর দিতে পারেন প্রকাশকরা, নির্দেশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। ইতিমধ্যেই, বই সম্পর্কে যাবতীয় তথ্য প্রকাশকদের জানিয়ে দেওয়া হয়েছে। বই প্রকাশের ক্ষেত্রে কী কী গাইডলাইন মেনে চলতে হবে তাও প্রকাশকদের জানিয়ে দেওয়া হয়েছে বলে সংসদ সূত্রে খবর। প্রতিটি বইয়ের শেষে দুটি মডেল প্রশ্নপত্র থাকবে বলে খবর। সংসদের সময়সীমা মেনেই জোর কদমে চলছে বই ছাপানোর কাজ বলে প্রকাশকদের তরফে জানানো হয়েছে।

নতুন শিক্ষানীতি অনুযায়ী, উচ্চ মাধ্যমিকে একাদশ শ্রেণিতে যে দুটি পরীক্ষা হবে, সে দুটি হল, প্রথম সেমেস্টার ও দ্বিতীয় সেমেস্টার। আর দ্বাদশ শ্রেণিতে যে দুটি পরীক্ষা হবে সেগুলি হল, তৃতীয় সেমেস্টার ও চতুর্থ সেমেস্টার। প্রত্যেক সেমেস্টারের জন্য বরাদ্দ ৩৫ নম্বর। দুটো সেমেস্টার মিলিয়ে ৭০ নম্বর। লিখিত পরীক্ষার শেষে একবারই হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা।প্র্যাকটিক্যাল না থাকলে হবে ৮০ নম্বরের লিখিত পরীক্ষা। ৭০ নম্বরে পরীক্ষা হলে পাশ নম্বর হল ২১। অন্যদিকে, ৮০ নম্বরে পরীক্ষা হলে পাশ নম্বর হল ২৪।

যদিও, প্রথম সেমেস্টারের বই প্রকাশের জন্য সংসদের সময়সীমা বেঁধে দেওয়ার পরই সংশ্লিষ্ট মহলের একাংশের দাবি, শেষমুহূর্তে বই ছাপানো নিয়ে তাড়াহুড়ো শুরু করেছে উচ্চ মাধ্যমিক সংসদ। তার ফলে, বই ছাপার জন্য খুবই কম সময়ে পাচ্ছেন প্রকাশকরা।একাদশ শ্রেণীর নয়া বই প্রকাশের জন্য উচ্চ মাধ্যমিক সংসদের আগেই পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল বলে মত বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির।

spot_img

Related articles

কামারেড্ডি জেলায় আরও ২০০ পথকুকুরকে লিথাল ইঞ্জেকশন, মামলা দায়ের পুলিশে 

চলতি সপ্তাহেই তেলঙ্গানার কামারেড্ডি জেলায় ৫০০ কুকুরকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। এবার আরও ২০০ পথকুকুরকে লিথাল...

বিবি গাঙ্গুলি স্ট্রিটে আসবাবের দোকানে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ

বুধবারের ব্যস্ত সকালে শহর কলকাতায় অগ্নিকাণ্ড। বিবি গাঙ্গুলি স্ট্রিটে একাধিক আসবাবের দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে (fire...

সংক্রান্তিতে কলকাতার পারদ ১৩ ডিগ্রি, শনিবার পর্যন্ত রাজ্যে কুয়াশার দাপট

মকর সংক্রান্তিতে কি কলকাতার জন্য শীত সাময়িক 'বিশ্রাম' নিয়ে নিল, নাকি ১০-১১ ডিগ্রি ঠান্ডা অনুভব করে ফেলায় বুধের...

মহাশ্বেতা দেবীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

বাংলার গর্ব বিখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবীর জন্মবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...