Saturday, January 10, 2026

ভোটের মুখে প্রকাশ্যে বিজেপির ‘প্রতিহিংসার’ রাজনীতি! সাতসকালে রাজ্যের মন্ত্রীর বাড়িতে হানা ইডির

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) দিনক্ষণ ঘোষণা হতেই বাংলা-সহ বিজেপি বিরোধী রাজ্যগুলিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা চরমে উঠেছে। বৃহস্পতিবারই বিজেপির (BJP) প্রতিহিংসার কারণে গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Aravind Kejriwal)। বর্তমানে দিল্লির ইডির দফতরে রয়েছেন তিনি। ভোটের দিন ঘোষণার পর কীভাবে একজন মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা যায় সেই প্রশ্ন তুলে মোদি সরকারের সমালোচনায় সরব বিরোধীরা। ইতিমধ্যে দিল্লির বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন আম আদমি পার্টির কর্মী, সমর্থকরা। তবে বাংলায় ক্ষমতায় আসতে না পেরে ফের নির্বাচনের আগে অতিতৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার সাতসকালে বোলপুরের (Bolepur) বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha) বাড়িতে পৌঁছে গেল ইডি। এদিন সকাল ৭টার কিছু সময় পরেই মন্ত্রীর বাড়িতে পৌঁছে যায় ইডি। ইতিমধ্যেই তাঁর বাড়ি ঘিরে জোর তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। যদিও চন্দ্রনাথ এই মুহূর্তে বাড়িতে নেই বলেই খবর। তবে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী সাফ জানান, “কোনওরকম নোটিশ না দিয়েই হানা দিয়েছে ইডি। আমাকে সকালে ফোন করে বোলপুরে যেতে বলা হয়েছে। আমি সেখানেই যাচ্ছি। এখনই এই বিষয়ে কোনও মন্তব্য করতে পারব না”।

ইডির যুক্তি নিয়োগ মামলার তদন্তেই এই তল্লাশি। যদিও স্থানীয় সূত্রে খবর এই মুহূর্তে নিজের গ্রামের বাড়ি মুরারইতে রয়েছেন চন্দ্রনাথ। বোলপুরের বাড়িতে তাঁর স্ত্রী এবং দুই ছেলে রয়েছেন বলে সূত্রের খবর। শুক্রবার সকালে রাজ্যের একাধিক জায়গায় অভিযানে নেমেছে ইডি। একাধিক দলে বিভক্ত হয়ে কলকাতার বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকেরা। সঙ্গে আছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। তবে এদিন মন্ত্রীর বাড়িতে হানা প্রসঙ্গে তৃণমূলের তরফে সাফ জানানো হয়েছে, নির্বাচন এলেই হানার বনামে প্রহসনের ঘটনা নতুন কিছু নয়। এসব করে লাভের লাভ কিছুই হবে না। মোদি সরকার বুঝতে পেরেছে বাংলার মানুষ তাদের মেনে নেবে না। সেকারণেই মরিয়া হয়ে প্রতিহিংসার রাজনীতি মোদি সরকারের।

spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...