বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে গোলশূন্য ড্র টিম ইন্ডিয়ার

গতকাল ম্যাচটি জিততে পারলে ছয় পয়েন্ট হয়ে যেত সুনীল ছেত্রীদের।যার ফলে টুর্নামেন্টে কিছুটা সুবিধেজনক জায়গায় থাকতে পারত ভারত।

গতকাল মধ্যরাতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে গোলশূন্য ড্র করল ভারতীয় দল। ম্যাচে অনেক সুযোগ তৈরি করেও গোল করতে পারল না ইগর স্টিম্যাচের দল। অনেকগুলি সুযোগ তৈরি হলেও তা গোলে পরিণত হতে ব্যর্থ হল। ফলে আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ‌্যতা অর্জন পর্বের প্রথম দ্বৈরথে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল সুনীল ছেত্রীদের। আর এই ড্র-এর ফলে তিন ম‌্যাচে চার পয়েন্ট নিয়ে দু’য়ে উঠে এল ভারত। প্রথম পয়েন্ট পেল আফগানিস্তান।

গতকাল ম্যাচটি জিততে পারলে ছয় পয়েন্ট হয়ে যেত সুনীল ছেত্রীদের।যার ফলে টুর্নামেন্টে কিছুটা সুবিধেজনক জায়গায় থাকতে পারত ভারত। কিন্তু ড্র করায় বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে যাওয়া সামান্য কঠিন হল মেন ইন ব্লু-র কাছে। তবে আফগানিস্তান, কুয়েত এবং কাতারের বিরুদ্ধে এখনও ম্যাচ বাকি ভারতের। তাই সম্ভাবনা এখনও রয়েছে, ম্যাচে প্রথম দশ মিনিটের মধ্যে দুই দলই একাধিক আক্রমণ করে। প্রথম দিকে ভারতের হাতে কিছুটা হলেও ম্যাচের রাশ থাকলেও, প্রথমার্ধের শেষ দিক থেকে মাঝমাঠের দখল নেওয়ার চেষ্টা করে আফগানিস্তান।তবে প্রথম ৪৫ মিনিটে গোলের দরজা কেউ খুলতে পারেনি।

দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। দু’দলই কমবেশি সুযোগ পায়। ম্যাচের ৫৮ মিনিটে বাঁ উইং ধরে ওঠা আকাশ মিশ্রর ক্রসে ঠিকমতো পা ছোঁয়াতে পারলে অবধারিত গোল পেতেন বিক্রম। কিন্তু তিনি ব্যর্থ হন। ম্যাচের ৬২ মিনিটের মাথায় গোলের সুযোগ পায় আফগানরা। কিন্তু বলে পা ছোঁয়াতে ব্যর্থ আকবরী। ম্যাচের ৭৯ মিনিটের মাথায় দলকে জেতানোর সুবর্ণ সুযোগ পেয়েছিলেন শুভাশিস। মাপা কর্নারে ছ’গজের বক্সের মাথা থেকে হেড করে তিনি গোলের চেষ্টা করলেও, তা লক্ষ্যভ্রষ্ট হয়। ৮৫ মিনিটের মাথায় ডানদিক দিয়ে বক্সে ঢুকে কাট ব্যাক করেন কোলাসো, যা ক্লিয়ার করে দেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার। এরপর আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে পারেনি দু’দল।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস