Saturday, January 10, 2026

লোকসভা ভোটের আগে বাড়ল অস্বস্তি! কে কবিতার জামিনের আবেদন শুনলই না সুপ্রিম কোর্ট

Date:

Share post:

বিগত সপ্তাহেই আবগারি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate) গ্রেফতার (Arrest) করেছিল বিআরএস (BRS) নেত্রী কে কবিতাকে (K Kavita)। সেই গ্রেফতারিকেই চ্যালেঞ্জ করে শেষমেশ দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তবে শুক্রবার বিআরএস নেত্রীর জামিনের আবেদন শুনলই না সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। এদিন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়, আবেদনকারীকে নিয়ম মেনেই চলতে হবে। নিম্ন আদালত থেকেই তাঁকে জামিনের বিষয়টি নিয়ে আবেদন করতে হবে। আর শীর্ষ আদালতের রায়ে লোকসভা ভোটের মুখে বেশ চাপে তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে।

শুক্রবার কবিতার আবেদন গ্রহণ না করে শীর্ষ আদালতের তরফে সাফ জানানো হয়েছে, তিনি একজন রাজনৈতিক নেত্রী বলে এভাবে সরাসরি সুপ্রিম কোর্টে জামিনের আবেদন জানাতে পারেন না। কবিতাকে অবশ্যই আইন মেনে চলতে হবে। পাশাপাশি এদিন বিচারপতি সঞ্জীব খান্নার বিশেষ বেঞ্চ স্পষ্ট জানিয়েছেন, জামিনের আবেদন নিয়ে তিনি যেন নিম্ন আদালতে যান। আবগারি মামলায় গত ১৫ মার্চ কবিতার হায়দরাবাদের বাড়িতে জানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এরপরই দীর্ঘক্ষণ তাঁর বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর বিকেলে গ্রেফতার করা হয় বিআরএস নেত্রী কবিতাকে। ইডির দাবি, মণীশ সিসোদিয়ার ঘনিষ্ঠ অমিত আরোরাকে গ্রেফতারের পরই এই মামলায় কবিতার যোগসূত্র সামনে আসে। আর তারপরই কবিতাকে গ্রেফতার করা হয়। এদিকে একই মামলায় বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকেই অশান্ত দিল্লি।

 

spot_img

Related articles

বন্ধ হিন্দমোটর কারখানার পরিত্যক্ত আবাসনে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

হুগলির উত্তরপাড়ায় বন্ধ কারখানায় ১৬ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরী তার বন্ধুর সঙ্গে বন্ধ...

সামান্য কমল পারদ, রাজ্যে জারি শীতের স্পেল!

শনিবার সকালে ভরপুর শীতের (Winter) আমেজ। হাওয়া অফিস (Weather Department) বলছে শুক্রবার কলকাতার তাপমাত্রা বাড়লেও এদিন ফের নিম্নমুখী...

ধুলাগড়ের কাছে রাসায়নিক বোঝাই লরিতে আগুন, পুড়ে ছাই বাস – গাড়ি 

হাওড়ার ধুলাগড় বাসস্ট্যান্ডের (Dhulagar bus stand) কাছে রাসায়নিক বোঝাই লরিতে অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তে দাউ দাউ জ্বলে উঠল বাস।...

আজ বাঁকুড়ায় অভিষেকের রণসংকল্প যাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে

বারুইপুর, আলিপুরদুয়ার, বীরভূম, মালদহ ঠাকুরনগরের পর এবার রণসংকল্প যাত্রায় শনিবার বাঁকুড়ায় সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...