Sunday, November 9, 2025

লোকসভা ভোটের আগে বাড়ল অস্বস্তি! কে কবিতার জামিনের আবেদন শুনলই না সুপ্রিম কোর্ট

Date:

Share post:

বিগত সপ্তাহেই আবগারি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate) গ্রেফতার (Arrest) করেছিল বিআরএস (BRS) নেত্রী কে কবিতাকে (K Kavita)। সেই গ্রেফতারিকেই চ্যালেঞ্জ করে শেষমেশ দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তবে শুক্রবার বিআরএস নেত্রীর জামিনের আবেদন শুনলই না সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। এদিন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়, আবেদনকারীকে নিয়ম মেনেই চলতে হবে। নিম্ন আদালত থেকেই তাঁকে জামিনের বিষয়টি নিয়ে আবেদন করতে হবে। আর শীর্ষ আদালতের রায়ে লোকসভা ভোটের মুখে বেশ চাপে তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে।

শুক্রবার কবিতার আবেদন গ্রহণ না করে শীর্ষ আদালতের তরফে সাফ জানানো হয়েছে, তিনি একজন রাজনৈতিক নেত্রী বলে এভাবে সরাসরি সুপ্রিম কোর্টে জামিনের আবেদন জানাতে পারেন না। কবিতাকে অবশ্যই আইন মেনে চলতে হবে। পাশাপাশি এদিন বিচারপতি সঞ্জীব খান্নার বিশেষ বেঞ্চ স্পষ্ট জানিয়েছেন, জামিনের আবেদন নিয়ে তিনি যেন নিম্ন আদালতে যান। আবগারি মামলায় গত ১৫ মার্চ কবিতার হায়দরাবাদের বাড়িতে জানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এরপরই দীর্ঘক্ষণ তাঁর বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর বিকেলে গ্রেফতার করা হয় বিআরএস নেত্রী কবিতাকে। ইডির দাবি, মণীশ সিসোদিয়ার ঘনিষ্ঠ অমিত আরোরাকে গ্রেফতারের পরই এই মামলায় কবিতার যোগসূত্র সামনে আসে। আর তারপরই কবিতাকে গ্রেফতার করা হয়। এদিকে একই মামলায় বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকেই অশান্ত দিল্লি।

 

spot_img

Related articles

৮ বলে ৮ ছক্কা! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী। আর বলে আটটি...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...