লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে নতুন রূপে ধরে দিলেন আরামবাগ কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। আজ, শুক্রবার পুরশুড়ায় ভোটের প্রচার করেন তিনি। তখনই একেবারে পাকা রাঁধুনির মতো একটি সুন্দর পদ রাঁধেন মিতালি। প্রার্থীর এমন ভূমিকায় মুগ্ধ স্থানীয় বাসিন্দারাও তাঁকে আপন করে নেন।

পাশাপাশি পায়ে হেঁটে জনসংযোগে সময় মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের সমস্যাগুলি বোঝার চেষ্টা করেন। অত্যন্ত সাদামাটা পরিবারের সন্তান মিতালিকে ছোটবেলাতেই বহু বিপর্যয়ের মুখে পড়তে হয়। তাঁর জীবনের এই অভিজ্ঞতাই তাঁকে সাধারণ মানুষের মধ্যে মিশে যেতে সাহায্য করে এবং মানুষের আবেগ ও সমস্যা তিনি সহজেই বুঝতে পারেন। সেইসঙ্গে, একদল মহিলাকে সবজি তুলতেও সাহায্য করেন।

এদিকে, বিজেপির এখনও পর্যন্ত মিতালি বাগের বিরুদ্ধে কোনও প্রার্থীকেই খাড়া করতে পারেনি। আর মিতালি বাগ গোটা লোকসভা এলাকা এখনই চোষে ফেলেছেন।

আরও পড়ুন- আইপিএল-এর প্রথম ম্যাচে নামার আগে ধোনিকে নিশানা গম্ভীরের, কিন্তু কেন?
