মস্কোর ক্রকাস সিটি হলে ছদ্মবেশে হামলাকারীরা। কনসার্ট চলাকালীন গুলি বোমায় নিহত ৪০, আহত শতাধিক। রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফে গোটা ঘটনাকে জঙ্গিহানা বলে দাবি হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে। আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আজ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জঙ্গিগোষ্ঠী আইসিস এই ঘটনার দায় স্বীকার করেছে।

রাশিয়ার আপৎকালীন মন্ত্রক জানায়, হামলাকারীরা এলোপাথাড়ি গুলি বোমা ছোড়ায় অডিটোরিয়ামের ছাদে আগুন লেগে ধোঁয়ায় ভরে যায় চারদিক। প্রায় ১৫ থেকে কুড়ি মিনিট অবিরাম গুলিবর্ষণ চলে। অতর্কিত এই হামলা হওয়ায় বেসমেন্টে প্রায় ১০০ জন আশ্রয় নিয়েছিলেন। হলের ছাদেও আশ্রয় নিয়েছিলেন অনেকে। পুলিশ পৌঁছে তাঁদের উদ্ধার করে। যে ব্যান্ডের কনসার্ট চলছিল তাঁদের প্রত্যেককে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা এই হামলাকে ‘জঙ্গিহানা’ বলে ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন এই হামলার সঙ্গে ইউক্রেনের কোন সম্পর্ক নেই। ঘটনার তীব্র নিন্দা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
