Saturday, August 23, 2025

‘নিরপেক্ষ বিচার প্রাপ্য’, কেজরির গ্রেফতারিতে উদ্বিগ্ন জার্মানি

Date:

Share post:

হিটলারি শাসন দেখা জার্মানিতেও এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) গ্রেফতারি নিয়ে উদ্বেগ প্রকাশ। এই মামলায় বিচারব্যবস্থার নিরপেক্ষতা ও গণতন্ত্রের মূলনীতিগুলি মেনে চলার দাবি জানানো হয়েছে জার্মানির (Germany) বিদেশমন্ত্রকের তরফে। ভারতের বিজেপি বিরোধী দলগুলির ওপর শাসকের স্বৈরাচারি মনোভাব যে হিটলারের দেশের কূটনৈতিক বিষয় হিসাবেও ভাবিয়েছে, তা জার্মানির উক্তিতেই স্পষ্ট।

জার্মান বিদেশমন্ত্রকের একটি সাংবাদিক বৈঠকে নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ বিরোধী নেতা অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হয়। সেখানেই বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, “বিষয়টায় নজর রাখা হয়েছে, ভারত একটি গণতান্ত্রিক দেশ। আমাদের অনুমান এবং প্রত্যাশা যে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা ও গণতন্ত্রের মূল বিষয়গুলি মান বজায় রেখেই পালন করা হবে এই মামলাতেও। যেভাবে অন্য কেউ পেয়ে থাকেন, সেভাবেই কেজরিওয়ালেরও সুষ্ঠ ও নিরপেক্ষ বিচার (fair and impartial trial) প্রাপ্য। এর মধ্যে এটাও ধরে নিতে হবে যে তিনি বিচারব্যবস্থার সব রকম পথই বিনা বাধায় অবলম্বন করতে পারেন”।

জার্মানি সহ পশ্চিমের সব দেশই যে ভারতের লোকসভা নির্বাচন ও সেই সংক্রান্ত সব ধরনের রাজনৈতিক পরিস্থিতির উপর নজর রাখছে তাও স্পষ্ট। সেই সঙ্গে বিরোধীদের বিচার প্রক্রিয়াতেও যে পক্ষপাতিত্বের আশঙ্কা রয়েছে তা জার্মানির বিদেশমন্ত্রকের বিবৃতিতে অনুমান করা সহজ। সেই সঙ্গে স্বৈরাচারি শাসনের অভিজ্ঞতা থাকা জার্মানির ভারতের রাজনৈতিক পরিস্থিতির ওপর সন্দেহ প্রকাশ আন্তর্জাতিক রাজনীতিতেও গুরুত্বপূর্ণ। যদিও ভারতের বিদেশমন্ত্রক জার্মানির এই ধরনের বিবৃতিতে ভারতের আভ্যন্তরীণ বিষয়ে (internal matters) হস্তক্ষেপ বলে উল্লেখ করেছে।

spot_img

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...