Monday, May 12, 2025

“লোহার তৈরি, কোনও জেল পরিষেবা আটকাতে পারবে না”! কেজরির বার্তা শোনালেন স্ত্রী

Date:

Share post:

লোকসভা ভোটের মুখে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। যা নিয়ে তোলপাড় জাতীয় রাজনীতি। বিজেপি বিরোধীদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এমন কাজ করছে বিজেপি। এদিকে কেজরির ৭দিন ইডি হেফাজত হয়েছে।

তবে দমে থাকার পাত্র নন কেজিওয়াল। স্ত্রী সুনীতা কেজরিওয়াল মারফৎ ইডি হেফাজত থেকেই দিল্লির ও দেশের জনতা এবং আপের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা পাঠালেন। আজ, শনিবার কেজরিওয়ালের পাঠানো বার্তা দেন সুনীতা। যেখানে দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, “আমার প্রিয় দেশবাসী। গতকাল আমায় গ্রেফতার করা হয়েছে। আমি ভিতরে থাকি বা বাইরে। সর্বক্ষণ দেশের সেবা চালিয়ে যাব। আমার জীবনের প্রতিটা মুহূর্ত দেশের জন্য সমর্পিত। আজ পর্যন্ত জীবনে অনেক সংঘর্ষ করেছি। আগামিদিনেও করব। এই কারণে এই গ্রেফতারি আমায় আশ্চর্য করছে না। আমাদের দেশের মধ্যেই অনেক শক্তি রয়েছে, যারা দেশকে পিছিয়ে দিতে চায়। কিন্তু আমাদের সম্মিলিতভাবে সেই প্রচেষ্টা রুখে দিতে হবে। দিল্লির মা-বোনেরা হয়তো ভাবছেন, কেজরিওয়াল জেলে চলে গিয়েছে, এবার কী হবে। পরিষেবা পাব কিনা। তাঁদের আমি আশ্বস্ত করতে চাই, কোনও জেলের গরাদই আমাকে মানুষের সেবা করা থেকে আটকাতে পারবে না। আপনাদের ভাই-আপনাদের ছেলে, লোহার তৈরি। খুব শীঘ্রই বেরিয়ে আসবো। মন্দিরে প্রার্থনা করবেন। আর বিজেপি সদস্যদের ঘৃণা করবেন না। তাঁরাও আমাদের ভাই-বোন।”

ভিডিয়ো বার্তায় জেলবন্দি মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনীতা কেজরিওয়াল আরও পড়ে শোনান তাঁর স্বামী অরবিন্দ কেজরিওয়াল লিখেছেন যে, “তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। পূর্বজন্মে আমি নিশ্চয়ই অনেক ভালো কাজ করেছি। তাই ভারতের মতো মহান দেশে জন্মেছি। আমাদের ভারতকে মহান, শক্তিশালী এবং বিশ্বের এক নম্বর দেশ করতে হবে। ভারতের ভেতরে ও বাইরে অনেক শক্তি রয়েছে যা ভারতকে দুর্বল করে দিচ্ছে। আমাদের সচেতন হতে হবে এবং এই শক্তিগুলোকে চিনতে হবে। এই শক্তিগুলোকে পরাজিত করতে হবে। খোদ ভারতেই এমন অনেক শক্তি আছে, অনেক মানুষ আছে, যারা দেশপ্রেমিক। ভারতকে এগিয়ে যেতে হবে, এই শক্তিগুলোকে একত্রিত করতে হবে।”

spot_img

Related articles

জঙ্গি ও মদতদাতাদের বিরুদ্ধে ‘অপারেশন সিন্দুর’ জারি থাকবে: কড়া বার্তা মোদির

৮ও ৯ মে ভারতে হামলা চালানোর অপচেষ্টা হয়েছিল। তার মোক্ষম জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেই কারণেই দশ তারিখ...

কর্মমুখী শিক্ষায় জোর! রাজ্যে আরও ১৮টি নতুন আইটিআই গড়ে তুলছে সরকার

কর্মসংস্থানমুখী শিক্ষায় আগ্রহ বৃদ্ধির প্রেক্ষিতে  বড়সড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। রাজ্যের ১১টি জেলায় আরও ১৮টি নতুন ইন্ডাস্ট্রিয়াল...

উত্তেজনার আবহে কালোবাজারি রুখতে পদক্ষেপ!  কলকাতা ও জেলার বাজারে হানা টাস্কফোর্সের 

ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার আবহে রাজ্যে কালোবাজারি ও কৃত্রিম মূল্যবৃদ্ধি রুখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত টাস্কফোর্স সক্রিয় হয়েছে। সোমবার কলকাতা...

ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি: আবারও নরেন্দ্র মোদির আগে ঘোষণা করলেন ট্রাম্প 

ভারত ও পাকিস্তানের সামরিক উত্তেজনার আবহে ফের মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের একবার বাণিজ্যের ভয় দেখিয়ে...